ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় চেষ্টার অভিযোগ উঠেছে কলেজের শিক্ষকদের বিরুদ্ধ। এসময় তাঁকে দিনভর কলেজে অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা। পরে তাঁর কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলেও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠে। এনিয়ে বুধবার দিনভর উত্তাল ছিল আলমডাঙ্গা কলেজ ক্যাম্পাস। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে নানা অজুহাতে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম সরোয়ার মিঠু।

কলেজের শিক্ষকরা জানান, ‘২০১৮ সালের ২৪ জুনয়ারি থেকে ৭ মে ২০২২ খ্রি. পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সরোয়ার মিঠু বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। আমরা সেই টাকা ফেরত পেতে তাঁকে বারবার বললেও তিনি বিষয়টি এড়িয়ে যায়। পরে আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করি। পরে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন বিষয়টি সমাধানের জন্য গোলাম সরোয়ার মিঠুকে নিয়ে আলোচনায় বসেন। তিনি তার দুর্নীতির কথা স্বীকার করে ৭ লাখ টাকা ফেরত দিতে সম্মত হোন। এসময় তার কাছ থেকে স্টাম্পে একটি লিখিত নেওয়া হয়।’

এবিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সহকর্মীদের দাবি সঠিক নয়। তবে সহকর্মীরা আমাকে অবরুদ্ধ রেখে চাপ প্রয়োগ করে একটি স্টাম্পে সই করিয়ে নিয়েছে।’

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন রেজা জানান, ‘শিক্ষকদের আন্দোলনের মুখে সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু ৭ লক্ষ টাকা ফেরতের অঙ্গীকার করেছেন এবং আমার সম্মুখে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৭:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় চেষ্টার অভিযোগ উঠেছে কলেজের শিক্ষকদের বিরুদ্ধ। এসময় তাঁকে দিনভর কলেজে অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা। পরে তাঁর কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলেও শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠে। এনিয়ে বুধবার দিনভর উত্তাল ছিল আলমডাঙ্গা কলেজ ক্যাম্পাস। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন সময়ে নানা অজুহাতে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গোলাম সরোয়ার মিঠু।

কলেজের শিক্ষকরা জানান, ‘২০১৮ সালের ২৪ জুনয়ারি থেকে ৭ মে ২০২২ খ্রি. পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে গোলাম সরোয়ার মিঠু বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। আমরা সেই টাকা ফেরত পেতে তাঁকে বারবার বললেও তিনি বিষয়টি এড়িয়ে যায়। পরে আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করি। পরে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন বিষয়টি সমাধানের জন্য গোলাম সরোয়ার মিঠুকে নিয়ে আলোচনায় বসেন। তিনি তার দুর্নীতির কথা স্বীকার করে ৭ লাখ টাকা ফেরত দিতে সম্মত হোন। এসময় তার কাছ থেকে স্টাম্পে একটি লিখিত নেওয়া হয়।’

এবিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সহকর্মীদের দাবি সঠিক নয়। তবে সহকর্মীরা আমাকে অবরুদ্ধ রেখে চাপ প্রয়োগ করে একটি স্টাম্পে সই করিয়ে নিয়েছে।’

কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন রেজা জানান, ‘শিক্ষকদের আন্দোলনের মুখে সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু ৭ লক্ষ টাকা ফেরতের অঙ্গীকার করেছেন এবং আমার সম্মুখে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন।’