ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে কিছুই পায়নি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / ১১৭ বার পড়া হয়েছে

সাদেক আলী মল্লিকপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধকালে মেয়র জিপু
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন সামনে বলে, কেউ কেউ নতুন রূপ নিচ্ছে। ভালো ব্যবহার করছে। কিন্তু জনগণ জানে, তাঁদের ব্যবহার কেমন। আবার আগের রূপে ফিরে আসতে তাঁদের সময় লাগবে না। তারা যখন চেয়ারে ছিলো, সাধারণ মানুষকে মানুষ মনে করেনি। সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে ভালো কিছু পায়নি। পেয়েছে শুধু খারাপ ব্যবহার আর ঘাঁড়ে ধাক্কা। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধ রাস্তার সমস্যার সমাধান করে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এসব কথা বলেন।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, সবাই কাক্সিক্ষত সেবা দেওয়ার গুণ রাখে না। তাঁরা শুধু লাল চোখ দেখাতে পারে। ভালো ব্যবহার করতে জানেনা। আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন। আজ আপনাদের রাস্তার কাজ শুরু হচ্ছে। কষ্ট করা লাগবে না আর। আমি চাই পৌরসভার প্রত্যেকটি মানুষের নাগরিক সেবা উন্নত করতে। সেই লক্ষ্যেই কাজ করছি। আপনারা পাশে থাকলে, এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজরিন পারভীন, শাহিনা আক্তার, উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, ছাত্রলীগ নেতা নিপ্পন, স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান, আলী হোসেন, আসমা খাতুন, আহমেদ, বিলকিস, সাজেদা, রনি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে কিছুই পায়নি

আপলোড টাইম : ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

সাদেক আলী মল্লিকপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধকালে মেয়র জিপু
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন সামনে বলে, কেউ কেউ নতুন রূপ নিচ্ছে। ভালো ব্যবহার করছে। কিন্তু জনগণ জানে, তাঁদের ব্যবহার কেমন। আবার আগের রূপে ফিরে আসতে তাঁদের সময় লাগবে না। তারা যখন চেয়ারে ছিলো, সাধারণ মানুষকে মানুষ মনে করেনি। সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে ভালো কিছু পায়নি। পেয়েছে শুধু খারাপ ব্যবহার আর ঘাঁড়ে ধাক্কা। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধ রাস্তার সমস্যার সমাধান করে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এসব কথা বলেন।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, সবাই কাক্সিক্ষত সেবা দেওয়ার গুণ রাখে না। তাঁরা শুধু লাল চোখ দেখাতে পারে। ভালো ব্যবহার করতে জানেনা। আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন। আজ আপনাদের রাস্তার কাজ শুরু হচ্ছে। কষ্ট করা লাগবে না আর। আমি চাই পৌরসভার প্রত্যেকটি মানুষের নাগরিক সেবা উন্নত করতে। সেই লক্ষ্যেই কাজ করছি। আপনারা পাশে থাকলে, এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজরিন পারভীন, শাহিনা আক্তার, উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, ছাত্রলীগ নেতা নিপ্পন, স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান, আলী হোসেন, আসমা খাতুন, আহমেদ, বিলকিস, সাজেদা, রনি প্রমুখ।