ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাকিব আল হাসান একজন জীবন্ত কিংবদন্তি: রুবেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
  • / ৪০০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক
সাকিব আল হাসানের হঠাৎ নিষিদ্ধ হওয়ার ঘটনায় হতভম্ব হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণা আসার পর থেকে সাকিবের অনেক সতীর্থই তাকে ঘিরে আবেগঘন স্ট্যাটাস দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এবার জাতীয় দলের পেসার রুবেল হোসেনও তাকে নিয়ে বিবৃতি দিয়েছেন। নিজের অফিসিয়াল পেজে বিবৃতির পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন রুবেল। সাকিবের সঙ্গে করমর্দনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কী বলব, সব সময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি। খবরটি শোনার পর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাব না। তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশাঅল্লাহ। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।’ ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ২০২০ সালের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবন সাকিব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাকিব আল হাসান একজন জীবন্ত কিংবদন্তি: রুবেল

আপলোড টাইম : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯

খেলাধুলা ডেস্ক
সাকিব আল হাসানের হঠাৎ নিষিদ্ধ হওয়ার ঘটনায় হতভম্ব হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণা আসার পর থেকে সাকিবের অনেক সতীর্থই তাকে ঘিরে আবেগঘন স্ট্যাটাস দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এবার জাতীয় দলের পেসার রুবেল হোসেনও তাকে নিয়ে বিবৃতি দিয়েছেন। নিজের অফিসিয়াল পেজে বিবৃতির পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন রুবেল। সাকিবের সঙ্গে করমর্দনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কী বলব, সব সময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি। খবরটি শোনার পর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাব না। তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশাঅল্লাহ। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।’ ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ২০২০ সালের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবন সাকিব।