ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • / ২১৩ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
ভারত সফরে সাকিবের না যাওয়ার গুঞ্জন উঠলেও এখনো বোর্ড ও সাকিবের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়নি কিছুই। সাকিবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এমনটাই জানালেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আজ। এছাড়া সাকিব এখনো বোর্ডকে এ ব্যাপারে কিছু জানায়নি। তিনি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দুই দিনের ছুটি নিয়েছেন বলেও জানান আকরাম। এদিকে শর্তবিরোধী কর্মকা-ে জড়িত হওয়ায় সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কানাঘুষা হচ্ছিলো। তবে রোববার এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ী ও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কেন সে এটা করল, তাকে বলতে হবে।’ অন্যদিকে, ভারত সফর থেকে তামিম ও সাইফউদ্দিনও ছিটকে গেছেন। তাই আবারো নতুন করে স্কোয়াড ঘোষণা হবে বলে জানিয়েছেন আকরাম। আর নতুন স্কোয়াড ঘোষণা করা হবে মঙ্গলবার। আজই জানা যাবে, কে হবে অধিনায়ক। এছাড়া তামিম, সাইফউদ্দিনের পরিবর্তে কারা খেলবে তাও জানা যাবে স্কোয়াড ঘোষণার পর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আজ

আপলোড টাইম : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

খেলাধুলা প্রতিবেদন:
ভারত সফরে সাকিবের না যাওয়ার গুঞ্জন উঠলেও এখনো বোর্ড ও সাকিবের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়নি কিছুই। সাকিবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এমনটাই জানালেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আজ। এছাড়া সাকিব এখনো বোর্ডকে এ ব্যাপারে কিছু জানায়নি। তিনি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দুই দিনের ছুটি নিয়েছেন বলেও জানান আকরাম। এদিকে শর্তবিরোধী কর্মকা-ে জড়িত হওয়ায় সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কানাঘুষা হচ্ছিলো। তবে রোববার এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ী ও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কেন সে এটা করল, তাকে বলতে হবে।’ অন্যদিকে, ভারত সফর থেকে তামিম ও সাইফউদ্দিনও ছিটকে গেছেন। তাই আবারো নতুন করে স্কোয়াড ঘোষণা হবে বলে জানিয়েছেন আকরাম। আর নতুন স্কোয়াড ঘোষণা করা হবে মঙ্গলবার। আজই জানা যাবে, কে হবে অধিনায়ক। এছাড়া তামিম, সাইফউদ্দিনের পরিবর্তে কারা খেলবে তাও জানা যাবে স্কোয়াড ঘোষণার পর।