ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুলের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ১১২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:
বহিরাগত সন্ত্রাসী, হত্যাসহ দাগী আসামি, স্থানীয় মাস্তান চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহম্মেদ আলী। গাংনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। গতকাল রোববার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহম্মেদ আলী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন। আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন এবং তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর ভয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহম্মেদ আলীর বহিরাগত দাগী আসামি, হত্যাসহ নানা ধরণের দাগী আসামিদের সাথে নিয়ে রাস্তায় নেমেছেন, ফলে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। আগের রাতেই ভোট করে নেওয়া হবে বলেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর করেছে সাবেক মেয়র আহম্মেদ আলীর কর্মী বাহিনী। ভোটাররা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সে জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। ইচ্ছে মতো ফিঙ্গার নিয়ে যেন ভোট কারচুপি করতে না পারে সে জন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৬ তারিখের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এসময় পৌরসভার রাস্তা-ঘাট, পানির ট্যাংক, ডাম্পিং স্টেশনসহ সব উন্নয়ন তুলে ধরেন। আগামীতে মেয়র নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও উন্নত শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বর্তমানে গাংনী পৌরসভায় ১৪০ কোটি টাকার প্রকল্প চলছে। এগুলো সম্পন্ন হলে গাংনী পৌর শহর তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাংবাদিকদের সঙ্গে গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুলের মতবিনিময়

আপলোড টাইম : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

প্রতিবেদক, মেহেরপুর:
বহিরাগত সন্ত্রাসী, হত্যাসহ দাগী আসামি, স্থানীয় মাস্তান চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহম্মেদ আলী। গাংনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। গতকাল রোববার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহম্মেদ আলী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন। আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছেন এবং তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর ভয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আহম্মেদ আলীর বহিরাগত দাগী আসামি, হত্যাসহ নানা ধরণের দাগী আসামিদের সাথে নিয়ে রাস্তায় নেমেছেন, ফলে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। আগের রাতেই ভোট করে নেওয়া হবে বলেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অপপ্রচার চালাচ্ছেন তারা। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর করেছে সাবেক মেয়র আহম্মেদ আলীর কর্মী বাহিনী। ভোটাররা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সে জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। ইচ্ছে মতো ফিঙ্গার নিয়ে যেন ভোট কারচুপি করতে না পারে সে জন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রথম ধাপে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৬ তারিখের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
এসময় পৌরসভার রাস্তা-ঘাট, পানির ট্যাংক, ডাম্পিং স্টেশনসহ সব উন্নয়ন তুলে ধরেন। আগামীতে মেয়র নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন ও উন্নত শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বর্তমানে গাংনী পৌরসভায় ১৪০ কোটি টাকার প্রকল্প চলছে। এগুলো সম্পন্ন হলে গাংনী পৌর শহর তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।