ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিককে হুমকি, দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • / ২২৪ বার পড়া হয়েছে

দর্শনার কুড়ির মাঠ থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এএসপির ঘটনাস্থল পরিদর্শন
দর্শনা অফিস:
দর্শনা দক্ষিণচাঁদপুরের শাপলা পার্ক-সংলগ্ন কুড়ির মাঠের আখখেত থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। গতকাল শনিবার তিনি ওই স্থানে পরিদর্শনে যান। এ সময় তিনি ওই জমির মালিক ও দিনমজুরদের সঙ্গে কথা বলেন। ওই জমির মালিক ও দিনমজুরেরা জানান, গতকাল এসএসপি আবু রাসেল ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি ফেনসিডিল উদ্ধারের ঘটনা সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত শোনেন। এ বিষয়ে এসএসপি আবু রাসেল বলেন, ‘আমি ঘটনার তদন্ত করতে নয়, মাদক উদ্ধারের স্থান পরিদর্শন করেছি।’ এদিকে অভিযোগ রয়েছে, গত শুক্রবার ফেনসিডিল উদ্ধার ও তা সম্পূর্ণরূপে অস্বীকার করার ঘটনা পত্রিকায় প্রকাশের পর ওই সংবাদের প্রতিবেদক ও দর্শনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওয়াসিম রয়েলকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করেছেন ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে দর্শনা প্রেসক্লাব। গতকাল শনিবার রাত আটটার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহসভাপতি এস এ এম কিবরিয়া আজম, সহসাধারণ সম্পাদক এস এম ওসমান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনজুরুল আহম্মেদ, দপ্তর সম্পাদক সাব্বির আলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাছুম বিল্লাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান যুদ্ধ, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান অনিক, আব্দুল হান্নান, রিফাত রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম কর্তৃক ফেনসিডিল উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ছাড়া সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ওয়াসিম রয়েলকে হুমকি প্রদান করায় এ ঘটনার জোর প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন প্রেসক্লাবের নেতারা।
সাংবাদিক নেতারা প্রতিবাদ সভায় আরও বলেন, যখন সারা দেশে সফল মাদক অভিযান চলছে, সে সময় কিছু অসাধু পুলিশ কর্মকর্তার এমন আচরণ গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, ৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুরের শাপলা পার্ক-সংলগ্ন কুড়ির মাঠ থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম, কিন্তু তিনি ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায় যে তিনি ওই স্থান থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সাংবাদিককে হুমকি, দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

আপলোড টাইম : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯

দর্শনার কুড়ির মাঠ থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এএসপির ঘটনাস্থল পরিদর্শন
দর্শনা অফিস:
দর্শনা দক্ষিণচাঁদপুরের শাপলা পার্ক-সংলগ্ন কুড়ির মাঠের আখখেত থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল। গতকাল শনিবার তিনি ওই স্থানে পরিদর্শনে যান। এ সময় তিনি ওই জমির মালিক ও দিনমজুরদের সঙ্গে কথা বলেন। ওই জমির মালিক ও দিনমজুরেরা জানান, গতকাল এসএসপি আবু রাসেল ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি ফেনসিডিল উদ্ধারের ঘটনা সম্পর্কে তাঁদের কাছে বিস্তারিত শোনেন। এ বিষয়ে এসএসপি আবু রাসেল বলেন, ‘আমি ঘটনার তদন্ত করতে নয়, মাদক উদ্ধারের স্থান পরিদর্শন করেছি।’ এদিকে অভিযোগ রয়েছে, গত শুক্রবার ফেনসিডিল উদ্ধার ও তা সম্পূর্ণরূপে অস্বীকার করার ঘটনা পত্রিকায় প্রকাশের পর ওই সংবাদের প্রতিবেদক ও দর্শনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওয়াসিম রয়েলকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করেছেন ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে দর্শনা প্রেসক্লাব। গতকাল শনিবার রাত আটটার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহসভাপতি এস এ এম কিবরিয়া আজম, সহসাধারণ সম্পাদক এস এম ওসমান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনজুরুল আহম্মেদ, দপ্তর সম্পাদক সাব্বির আলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাছুম বিল্লাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান যুদ্ধ, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান অনিক, আব্দুল হান্নান, রিফাত রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম কর্তৃক ফেনসিডিল উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ছাড়া সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ওয়াসিম রয়েলকে হুমকি প্রদান করায় এ ঘটনার জোর প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন প্রেসক্লাবের নেতারা।
সাংবাদিক নেতারা প্রতিবাদ সভায় আরও বলেন, যখন সারা দেশে সফল মাদক অভিযান চলছে, সে সময় কিছু অসাধু পুলিশ কর্মকর্তার এমন আচরণ গোটা পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে।
উল্লেখ্য, ৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুরের শাপলা পার্ক-সংলগ্ন কুড়ির মাঠ থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোল্যা মো. সেলিম, কিন্তু তিনি ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায় যে তিনি ওই স্থান থেকে প্রায় ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।