ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চা-বিক্রেতা নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে ট্রাক্টর চাপায় মসলেম আলী (৫০) নামের এক চা-বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মসলেম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর পশ্চিমপাড়ার মৃত আহম্মেদ আলীর ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সরোজগঞ্জ তেল পাম্পের পাশে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সকালে মসলেম আলী সরোজগঞ্জ বাজারে নিজের চায়ের দোকানে বাইসাইকেলযোগে আসছিলেন। পথের মধ্যে তেল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে বাইসাইকেল আরোহী মসলেমকে ধাক্কা দেয়। মসলেম আলী বাইসাইকেল নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত মসলেম আলীকে সরোজগঞ্জ বাজারে ডা. আব্দুল হকের কাছে নিয়ে আসেন। গুরুতর জখম হওয়ায় তিনি তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির করা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তাঁকে রাজশাহীতে নেওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল চন্দ্র অধিকারী বলেন, ‘দুর্ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ট্রাক্টরটির মালিক নয়মাইলের ইটভাটার এবং চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোতালেব আলীর। ট্রাক্টরটি জব্দ করে সরোজগঞ্জ ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এবিষয়ে নিহত মসলেম আলীর পরিবারের লোকজন কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কের আশপাশে জনগণের রাখা ইট, বালু, সাইন বোর্ড, কাঠের গোলাসহ সকল প্রকার অবৈধ যানবাহন রাস্তার পাশে থেকে সরানোর নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চা-বিক্রেতা নিহত

আপলোড টাইম : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে ট্রাক্টর চাপায় মসলেম আলী (৫০) নামের এক চা-বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মসলেম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর পশ্চিমপাড়ার মৃত আহম্মেদ আলীর ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সরোজগঞ্জ তেল পাম্পের পাশে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সকালে মসলেম আলী সরোজগঞ্জ বাজারে নিজের চায়ের দোকানে বাইসাইকেলযোগে আসছিলেন। পথের মধ্যে তেল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে বাইসাইকেল আরোহী মসলেমকে ধাক্কা দেয়। মসলেম আলী বাইসাইকেল নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত মসলেম আলীকে সরোজগঞ্জ বাজারে ডা. আব্দুল হকের কাছে নিয়ে আসেন। গুরুতর জখম হওয়ায় তিনি তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির করা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তাঁকে রাজশাহীতে নেওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল চন্দ্র অধিকারী বলেন, ‘দুর্ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। ট্রাক্টরটির মালিক নয়মাইলের ইটভাটার এবং চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোতালেব আলীর। ট্রাক্টরটি জব্দ করে সরোজগঞ্জ ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এবিষয়ে নিহত মসলেম আলীর পরিবারের লোকজন কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বিশেষ অভিযান চালিয়ে মহাসড়কের আশপাশে জনগণের রাখা ইট, বালু, সাইন বোর্ড, কাঠের গোলাসহ সকল প্রকার অবৈধ যানবাহন রাস্তার পাশে থেকে সরানোর নির্দেশ দেন।