ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক সেবা দিচ্ছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / ১১৮ বার পড়া হয়েছে

মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন, চুয়াডাঙ্গার অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালন করা হয়েছে। গতকাল সোমবার পৃথক আয়োজনে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’।
চুয়াডাঙ্গা:
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী প্রমুখ।
অনুষ্ঠানে ভোক্তা অধিকারের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের জগলু, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দিপক কুমার সাহা, এনএসআই’র সহকারী পরিচালক এবিএম লুৎফুল কবীর, চুয়াডাঙ্গা জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জোয়ার্দ্দারসহ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনগণের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে অধিক মনোযোগী। এই লক্ষ্যে আমাদের সরকার ২০০৯ সালে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন ও আইনের সফল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উন্নত নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য ও উন্নত পরিসেবা পাওয়ার অধিকার। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মচারী ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এদিকে, দিবসটি উপলক্ষে দিনব্যাপী চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাক শো-এর মাধ্যমে প্রচার করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ সম্বলিত সচেনতামূলক লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।
জীবননগর:

জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন। বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালানবিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক পলিথিনের ক্ষতিকর দিক ও ২০০৯ এর ভোক্তা সরক্ষণ আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেহেরপুর:

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পশোসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর রাকিবুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাঞ্জিমুল ইসলাম প্রমুখ।
মুজিবনগর:
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
কালীগঞ্জ:

অসাধু ব্যবসায়ীদের দ্বারা প্রতিনিয়ত ঠকছে ক্রেতারা। এজন্য ভেজালমুক্ত ও নায্য দামে পণ্য বিক্রয়ে প্রয়োজন সুষ্ঠু বাজার মনিটরিং। এতে সাধারণ মানুষ ভোক্তা অধিকার আইনের সুফলতা পাবে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে কালীগঞ্জে আয়োজিত এক সভায় বক্তাগণ এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভায় উপস্থিত বক্তারা ভোক্তাদের অধিকার নিয়ে নিজেদের অভিজ্ঞতা ছাড়াও কিছু সমস্যার কথা তুলে ধরে জানান, প্রতিনিয়ত কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি করে ভোক্তাদের ঠকাচ্ছে। এর মধ্যে হোটেল, রেস্তোরাঁ, বেকারি, ওষুধ, মাংস বিক্রেতাসহ অনেকই কোনো নিয়ম মানছেন না। এছাড়াও সরকারি সেবায় টিসিবির পণ্য বিক্রয়েও সংশ্লিষ্ট ডিলারগণ সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এসব অনিয়মের প্রতিকারে তাঁরা বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও প্রশাসনের অভিযান জোরদার করা হবে।
সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেনুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজউদ্দিন, সমবায় কর্মকর্তা আসলাম উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সর্বশেষ সভাতে কালীগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার কমিটির কার্যক্রম আরও জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক সেবা দিচ্ছে

আপলোড টাইম : ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন, চুয়াডাঙ্গার অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালন করা হয়েছে। গতকাল সোমবার পৃথক আয়োজনে দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’।
চুয়াডাঙ্গা:
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী প্রমুখ।
অনুষ্ঠানে ভোক্তা অধিকারের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের জগলু, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দিপক কুমার সাহা, এনএসআই’র সহকারী পরিচালক এবিএম লুৎফুল কবীর, চুয়াডাঙ্গা জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জোয়ার্দ্দারসহ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনগণের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে অধিক মনোযোগী। এই লক্ষ্যে আমাদের সরকার ২০০৯ সালে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন ও আইনের সফল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উন্নত নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য ও উন্নত পরিসেবা পাওয়ার অধিকার। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মচারী ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এদিকে, দিবসটি উপলক্ষে দিনব্যাপী চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাক শো-এর মাধ্যমে প্রচার করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ সম্বলিত সচেনতামূলক লিফলেট-প্যাম্পলেট বিতরণ করা হয়।
জীবননগর:

জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন। বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালানবিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক পলিথিনের ক্ষতিকর দিক ও ২০০৯ এর ভোক্তা সরক্ষণ আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেহেরপুর:

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পশোসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর রাকিবুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাঞ্জিমুল ইসলাম প্রমুখ।
মুজিবনগর:
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
কালীগঞ্জ:

অসাধু ব্যবসায়ীদের দ্বারা প্রতিনিয়ত ঠকছে ক্রেতারা। এজন্য ভেজালমুক্ত ও নায্য দামে পণ্য বিক্রয়ে প্রয়োজন সুষ্ঠু বাজার মনিটরিং। এতে সাধারণ মানুষ ভোক্তা অধিকার আইনের সুফলতা পাবে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে কালীগঞ্জে আয়োজিত এক সভায় বক্তাগণ এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভায় উপস্থিত বক্তারা ভোক্তাদের অধিকার নিয়ে নিজেদের অভিজ্ঞতা ছাড়াও কিছু সমস্যার কথা তুলে ধরে জানান, প্রতিনিয়ত কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে ও মেয়াদোত্তীর্ণ ভেজাল পণ্য বিক্রি করে ভোক্তাদের ঠকাচ্ছে। এর মধ্যে হোটেল, রেস্তোরাঁ, বেকারি, ওষুধ, মাংস বিক্রেতাসহ অনেকই কোনো নিয়ম মানছেন না। এছাড়াও সরকারি সেবায় টিসিবির পণ্য বিক্রয়েও সংশ্লিষ্ট ডিলারগণ সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এসব অনিয়মের প্রতিকারে তাঁরা বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও প্রশাসনের অভিযান জোরদার করা হবে।
সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেনুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজউদ্দিন, সমবায় কর্মকর্তা আসলাম উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সর্বশেষ সভাতে কালীগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার কমিটির কার্যক্রম আরও জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়।