ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকারী করনের দাবিতে শিক্ষার্থীদের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ : পুলিশের ফাকা গুলি : আহত ৬

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / ২৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারী করনের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেলের আঘাতে ৩ ছাত্র ও পুলিশের এক এসআইসহ অন্তত ৬ জন আহত হন। এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি বলেন, উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ সরকারী করনের দাবীতে সকাল ১০ থেকে ১১ পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা  সড়কের ওপর অবস্থান নেয় এবং কলেজটি সরকারী করনের দাবীতে শ্লোগান দিতে থাকে। অবরোধের চলাকালীন সড়কটির উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, কর্মসুচীর শেষের দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা কলেজ এলাকায় অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ সর্টগানের রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৪/৫ টি যানবাহন ভাংচুর করেছে বলে দাবী করেন ওসি। তিনি আরো বলেছেন  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সর্টগানের ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের এসআই ইকবালসহ ৩ পুলিশ সদস্য ও ৩ ছাত্র আহত  হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরকারী করনের দাবিতে শিক্ষার্থীদের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ : পুলিশের ফাকা গুলি : আহত ৬

আপলোড টাইম : ০৪:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারী করনের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেলের আঘাতে ৩ ছাত্র ও পুলিশের এক এসআইসহ অন্তত ৬ জন আহত হন। এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গণি বলেন, উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ সরকারী করনের দাবীতে সকাল ১০ থেকে ১১ পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা  সড়কের ওপর অবস্থান নেয় এবং কলেজটি সরকারী করনের দাবীতে শ্লোগান দিতে থাকে। অবরোধের চলাকালীন সড়কটির উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, কর্মসুচীর শেষের দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা কলেজ এলাকায় অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ সর্টগানের রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৪/৫ টি যানবাহন ভাংচুর করেছে বলে দাবী করেন ওসি। তিনি আরো বলেছেন  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সর্টগানের ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের এসআই ইকবালসহ ৩ পুলিশ সদস্য ও ৩ ছাত্র আহত  হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।