ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ ৭ লাখ টাকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
আগামী হজে সরকারি ব্যবস্থাপনায় যেতে জনপ্রতি খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এর সাথে যুক্ত হবে কোরবানির খরচ। গত বছর কুরবানির খরচ হয় জনপ্রতি ১৯ হাজার ৬৮৩ টাকা। এ বছর এখনো কুরবানির খরচ জানানো হয়নি। এ প্যাকেজের আওতায় ১৫ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন। গতকাল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান সাংবাদিকের এ তথ্য জানান। গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্যাকেজ-১ এ খরচ ধরা হয় ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ হয় ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। কিন্তু এ বছর মাত্র একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যাতে গত বছরের সর্বনিম্ন প্যাকেজ থেকে এক লাখ ৬২ হাজার ৮৬৮ টাকা বেশি খরচ পড়বে। এত টাকা খরচ বাড়লেও সৌদি আরবে মিনায় সুবিধা পাওয়া যাবে সি ক্যাটাগরির। ধর্ম প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এ বছর হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০% হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এ বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ উপলক্ষে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দুপুরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ প্যাকেজের অন্তর্ভুক্ত বিভিন্ন খাতের ব্যয় পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়। তিনি জানান, মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। ফরিদুল হক খান বলেন, মিনার তাঁবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরি গ্রহণের ভিত্তিতে বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে স্ব-স্ব হজ প্যাকেজ ঘোষণা করবে। তাবুর অবস্থান ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের ন্যায় নিশ্চিত করতে হবে। জানা যায়, গত বছর বেসরকারি এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’-এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। গতকাল সরকারিভাবে হজে যাওয়ার খরচ জানানোর পর আজ দুপুরে নয়াপল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ জানানো হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ ৭ লাখ টাকা

আপলোড টাইম : ০৮:১৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
আগামী হজে সরকারি ব্যবস্থাপনায় যেতে জনপ্রতি খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এর সাথে যুক্ত হবে কোরবানির খরচ। গত বছর কুরবানির খরচ হয় জনপ্রতি ১৯ হাজার ৬৮৩ টাকা। এ বছর এখনো কুরবানির খরচ জানানো হয়নি। এ প্যাকেজের আওতায় ১৫ হাজার ব্যক্তি হজে যেতে পারবেন। গতকাল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান সাংবাদিকের এ তথ্য জানান। গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। প্যাকেজ-১ এ খরচ ধরা হয় ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ হয় ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। কিন্তু এ বছর মাত্র একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যাতে গত বছরের সর্বনিম্ন প্যাকেজ থেকে এক লাখ ৬২ হাজার ৮৬৮ টাকা বেশি খরচ পড়বে। এত টাকা খরচ বাড়লেও সৌদি আরবে মিনায় সুবিধা পাওয়া যাবে সি ক্যাটাগরির। ধর্ম প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এ বছর হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০% হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এ বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ উপলক্ষে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দুপুরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ প্যাকেজের অন্তর্ভুক্ত বিভিন্ন খাতের ব্যয় পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়। তিনি জানান, মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। ফরিদুল হক খান বলেন, মিনার তাঁবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরি গ্রহণের ভিত্তিতে বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে স্ব-স্ব হজ প্যাকেজ ঘোষণা করবে। তাবুর অবস্থান ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের ন্যায় নিশ্চিত করতে হবে। জানা যায়, গত বছর বেসরকারি এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’-এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। গতকাল সরকারিভাবে হজে যাওয়ার খরচ জানানোর পর আজ দুপুরে নয়াপল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ জানানো হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।