ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সম্মুখ যোদ্ধারা বিপাকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • / ১৬৮ বার পড়া হয়েছে

সুরক্ষার ব্যবস্থা জোরদার করুন
করোনাভাইরাসে দুনিয়াজুড়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশেও এ ভাইরাস থাবা বিস্তার করেছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন সম্মুখসমরের যোদ্ধারা। আমাদের দেশেও চিকিৎসকদের একটি সংগঠনের তথ্যানুযায়ী ১৭০ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীকেও ঘায়েল করেছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ পুলিশ, ১৮ সাংবাদিক ও সাত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। চিকিৎসকরা করোনাবিরোধী লড়ইয়ের সামনের যোদ্ধা। তাদের ছাড়া লড়াই চালানোর উপায় নেই বললেই চলে। এ লড়াইয়ে ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোয় ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে আটজন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটজন। ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় আক্রান্ত হয়েছেন সাতজন, চট্টগ্রাম বিভাগে সাতজনের মধ্যে ছয়জন সরকারি হাসপাতালের এবং অন্যজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে একজন চিকিৎসক। করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের দুই শিক্ষক প্রাইভেট প্র্যাকটিস করেন ঢাকা ও নারায়ণগঞ্জে। ১০ এপ্রিল তারা একই গাড়িতে খুলনায় আসেন। তার পর থেকে তারা কলেজের গেস্টহাউসে অন্য চিকিৎসকদের সঙ্গে অবস্থান করেন। একই গেস্টহাউসে থাকা কলেজের ইউরোলজি বিভাগের এক সহকারী অধ্যাপকের ১৮ এপ্রিল করোনা শনাক্ত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। তড়িঘড়ি করে অন্যদের নমুনা পরীক্ষা করলে ১০ এপ্রিল খুলনায় আসা ওই দুই শিক্ষকের করোনা শনাক্ত হয়। তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় খুলনা মেডিকেলে ভীতি ছড়িয়েছে। প্রায় ১০০ পুলিশ ও ১৮ সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যেও দেখা দিয়েছে ভীতি। এ প্রেক্ষাপটে ফ্রন্টলাইনের যোদ্ধাদের সুরক্ষায় সরকারকে আরও সক্রিয় হতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সম্মুখ যোদ্ধারা বিপাকে

আপলোড টাইম : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০

সুরক্ষার ব্যবস্থা জোরদার করুন
করোনাভাইরাসে দুনিয়াজুড়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা। বাংলাদেশেও এ ভাইরাস থাবা বিস্তার করেছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন সম্মুখসমরের যোদ্ধারা। আমাদের দেশেও চিকিৎসকদের একটি সংগঠনের তথ্যানুযায়ী ১৭০ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীকেও ঘায়েল করেছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ পুলিশ, ১৮ সাংবাদিক ও সাত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। চিকিৎসকরা করোনাবিরোধী লড়ইয়ের সামনের যোদ্ধা। তাদের ছাড়া লড়াই চালানোর উপায় নেই বললেই চলে। এ লড়াইয়ে ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোয় ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে আটজন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটজন। ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় আক্রান্ত হয়েছেন সাতজন, চট্টগ্রাম বিভাগে সাতজনের মধ্যে ছয়জন সরকারি হাসপাতালের এবং অন্যজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ছয়জন ও সিলেট বিভাগে একজন চিকিৎসক। করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের দুই শিক্ষক প্রাইভেট প্র্যাকটিস করেন ঢাকা ও নারায়ণগঞ্জে। ১০ এপ্রিল তারা একই গাড়িতে খুলনায় আসেন। তার পর থেকে তারা কলেজের গেস্টহাউসে অন্য চিকিৎসকদের সঙ্গে অবস্থান করেন। একই গেস্টহাউসে থাকা কলেজের ইউরোলজি বিভাগের এক সহকারী অধ্যাপকের ১৮ এপ্রিল করোনা শনাক্ত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। তড়িঘড়ি করে অন্যদের নমুনা পরীক্ষা করলে ১০ এপ্রিল খুলনায় আসা ওই দুই শিক্ষকের করোনা শনাক্ত হয়। তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় খুলনা মেডিকেলে ভীতি ছড়িয়েছে। প্রায় ১০০ পুলিশ ও ১৮ সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যেও দেখা দিয়েছে ভীতি। এ প্রেক্ষাপটে ফ্রন্টলাইনের যোদ্ধাদের সুরক্ষায় সরকারকে আরও সক্রিয় হতে হবে।