ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সম্পাদকের বিরুদ্ধে অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • / ১৭৮ বার পড়া হয়েছে

দর্শনায় ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের
দর্শনা অফিস:
দর্শনা ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের বিরুদ্ধে সরকারি অনুদান বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, মহামারি করোনার কারণে ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছিলেন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন শ্রমিদদের জন্য সরকারি অনুদান সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনে কাছে হস্তান্তর করেন। পরে তা প্রকৃত শ্রমিকদের কাছে বিতরণ করতে বলা হয়। কিন্তু নাজিম উদ্দীন নিজের মন মতো যাকে ইচ্ছা তাঁকে অনুদান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে ওই সরকারি অনুদান দর্শনা পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়। এ সময় শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ‘এসব অনুদান কোনো প্রকৃত শ্রমিককে দেওয়া হচ্ছে না। নাজিম উদ্দীন মন মতো যাদের খুশি, তাদের অনুদান-সামগ্রী বিতরণ করছেন।’ শ্রমিকেরা আরও অভিযোগ করেন, নাজিম উদ্দীন যাদের এ অনুদান দিয়েছে, সবাই তার পক্ষের ও যাদের মোটর শ্রমিককের কার্ড অনেক আগেয় মেয়াদ শেষ হয়ে গেছে, তারাই অনুদান পেয়েছে। আর প্রকৃত শ্রমিকেরা অধিকাংশই এ অনুদান থেকে বাদ পড়েছেন। এছাড়াও ঢাকা-দর্শনার মধ্যে চলাচলকারী পরিবহণ ৯০ জন শ্রমিকের কেউই এ ত্রাণ পায়নি বলে অভিযোগ তোলেন। এমন অনিয়মের অভিযোগের খবর শুনে ঘটনাস্থলে দর্শনা মেয়র এসে সবাইকে শান্ত করেন এবং নাজিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। এ সময় সেনাবাহিনী ও দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনা করেন। এ সময় মোটর শ্রমিকেরা নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসেকর নিকট দাবি তোলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সম্পাদকের বিরুদ্ধে অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ!

আপলোড টাইম : ০২:১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০

দর্শনায় ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের
দর্শনা অফিস:
দর্শনা ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের বিরুদ্ধে সরকারি অনুদান বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, মহামারি করোনার কারণে ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছিলেন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন শ্রমিদদের জন্য সরকারি অনুদান সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনে কাছে হস্তান্তর করেন। পরে তা প্রকৃত শ্রমিকদের কাছে বিতরণ করতে বলা হয়। কিন্তু নাজিম উদ্দীন নিজের মন মতো যাকে ইচ্ছা তাঁকে অনুদান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে ওই সরকারি অনুদান দর্শনা পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়। এ সময় শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ‘এসব অনুদান কোনো প্রকৃত শ্রমিককে দেওয়া হচ্ছে না। নাজিম উদ্দীন মন মতো যাদের খুশি, তাদের অনুদান-সামগ্রী বিতরণ করছেন।’ শ্রমিকেরা আরও অভিযোগ করেন, নাজিম উদ্দীন যাদের এ অনুদান দিয়েছে, সবাই তার পক্ষের ও যাদের মোটর শ্রমিককের কার্ড অনেক আগেয় মেয়াদ শেষ হয়ে গেছে, তারাই অনুদান পেয়েছে। আর প্রকৃত শ্রমিকেরা অধিকাংশই এ অনুদান থেকে বাদ পড়েছেন। এছাড়াও ঢাকা-দর্শনার মধ্যে চলাচলকারী পরিবহণ ৯০ জন শ্রমিকের কেউই এ ত্রাণ পায়নি বলে অভিযোগ তোলেন। এমন অনিয়মের অভিযোগের খবর শুনে ঘটনাস্থলে দর্শনা মেয়র এসে সবাইকে শান্ত করেন এবং নাজিম উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। এ সময় সেনাবাহিনী ও দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনা করেন। এ সময় মোটর শ্রমিকেরা নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসেকর নিকট দাবি তোলেন।