ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
  • / ২৯৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহে জাতীয় নারী দিবসে নানা আয়োজন
সমীকরণ ডেস্ক: ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো।’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে তিন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফিতা কেটে দু’দিনব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। জেলার সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি মহিলা উন্নয়ন সংস্থা তাদের কার্যক্রম তুলে ধরে এ মেলায় অংশগ্রহণ করছে। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শিল্পকলা মুক্তমঞ্চে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসের আয়োজনে সামিল হতে পুলিশ সুপারের নেতৃত্বে নিজ কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পৌছায় পুলিশ সদস্যরা। দিবসটির এবারে প্রতিপাদ্য, ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এ ছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা পরিষদ সদস্য কামরুন্নাহার কাকলী, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জয়িতা নারী নুঝাত পারভীনসহ বিভিন্ন মহিলা উন্নয়ন সংস্থার সদস্য ও জেলা পুলিশের শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘নারী-পুরুষ সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ জন্য সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করা প্রয়োজন।’ তাই সমাজের সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সচেতনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, ‘সবাই মিলে ভাব, নতুন কিছু কর, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’ প্রতিপাদ্যে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতায় আছে বাংলাদেশ সরকার, এডিবি এবং আন্তজার্তিক দাতা সংস্থা ওএফআইডি তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প। র‌্যালীতে পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালী পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন-প্যানেল মেয়র-০১ একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ইউজিআইআইপি-৩ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর ফাইনান্স (ফরিদপুর অঞ্চল) আলফাজ উদ্দিন। পরে পৌর ভবন প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সুলতানা আরা রতœার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শেফালী খাতুন, জাহাঙ্গীর আলম-১, আবুল হোসেন, নাজরীন পারভীন মলি, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, হিসাব রক্ষক কর্মকর্তা আবু বকর বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্তকর্তা কেএম আব্দুস সবুর খান, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, সহকারী এস্যাসর জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ। র‌্যালী ও সমাবেশে সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের স্থানীয় প্রতিনিধি নাজমুল হোসেন জিআইসিডি, টিকাদান সুপারভাইজার আলী হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নারীর প্রতি সহিংসতার অবসান করে, সুখী-শান্তিময় সমাজ গড়তে হবে, জনসমক্ষে নারীর ভাবমূর্তি বৃদ্ধি করতে হবে এবং সমাজ থেকে ইভটিজিং রোধ করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। নারী-পুরুষের সুষম উন্নয়ন নিশ্চিত করে, সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে হবে। মা শিক্ষিত হলে, সন্তান এবং জাতি শিক্ষিত হয় এ জন্য নারীর শিক্ষা নিশ্চিত করতে হবে। সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা। র‌্যালী ও সমাবেশ সার্বিক তত্বাবধান করেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম।
মেহেরপুর:


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম সফিউল আযম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আখতারুজ্জামান এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ বিভিন্ন সংগঠনের কর্মিরা অংশ গ্রহণ করেন। র‌্যালি শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, এল.জি.ই.ডি’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম সফিউল আযম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ।
মুজিবনগর:


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ স্লোগানে মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এর আগে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ঝিনাইদহ:


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে সদর থানার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ আরও অনেকে। এসময় বক্তারা, নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান

আপলোড টাইম : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহে জাতীয় নারী দিবসে নানা আয়োজন
সমীকরণ ডেস্ক: ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো।’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে তিন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফিতা কেটে দু’দিনব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। জেলার সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি মহিলা উন্নয়ন সংস্থা তাদের কার্যক্রম তুলে ধরে এ মেলায় অংশগ্রহণ করছে। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শিল্পকলা মুক্তমঞ্চে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসের আয়োজনে সামিল হতে পুলিশ সুপারের নেতৃত্বে নিজ কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পৌছায় পুলিশ সদস্যরা। দিবসটির এবারে প্রতিপাদ্য, ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। এ ছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা পরিষদ সদস্য কামরুন্নাহার কাকলী, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জয়িতা নারী নুঝাত পারভীনসহ বিভিন্ন মহিলা উন্নয়ন সংস্থার সদস্য ও জেলা পুলিশের শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘নারী-পুরুষ সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ জন্য সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করা প্রয়োজন।’ তাই সমাজের সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সচেতনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, ‘সবাই মিলে ভাব, নতুন কিছু কর, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’ প্রতিপাদ্যে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতায় আছে বাংলাদেশ সরকার, এডিবি এবং আন্তজার্তিক দাতা সংস্থা ওএফআইডি তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প। র‌্যালীতে পৌরসভার প্রতিটি ওয়ার্ড হতে স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালী পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন-প্যানেল মেয়র-০১ একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ইউজিআইআইপি-৩ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর ফাইনান্স (ফরিদপুর অঞ্চল) আলফাজ উদ্দিন। পরে পৌর ভবন প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সুলতানা আরা রতœার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শেফালী খাতুন, জাহাঙ্গীর আলম-১, আবুল হোসেন, নাজরীন পারভীন মলি, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, হিসাব রক্ষক কর্মকর্তা আবু বকর বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্তকর্তা কেএম আব্দুস সবুর খান, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, সহকারী এস্যাসর জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ। র‌্যালী ও সমাবেশে সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের স্থানীয় প্রতিনিধি নাজমুল হোসেন জিআইসিডি, টিকাদান সুপারভাইজার আলী হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নারীর প্রতি সহিংসতার অবসান করে, সুখী-শান্তিময় সমাজ গড়তে হবে, জনসমক্ষে নারীর ভাবমূর্তি বৃদ্ধি করতে হবে এবং সমাজ থেকে ইভটিজিং রোধ করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। নারী-পুরুষের সুষম উন্নয়ন নিশ্চিত করে, সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে হবে। মা শিক্ষিত হলে, সন্তান এবং জাতি শিক্ষিত হয় এ জন্য নারীর শিক্ষা নিশ্চিত করতে হবে। সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা। র‌্যালী ও সমাবেশ সার্বিক তত্বাবধান করেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম।
মেহেরপুর:


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম সফিউল আযম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ আখতারুজ্জামান এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ বিভিন্ন সংগঠনের কর্মিরা অংশ গ্রহণ করেন। র‌্যালি শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, এল.জি.ই.ডি’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম সফিউল আযম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ।
মুজিবনগর:


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ স্লোগানে মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এর আগে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ঝিনাইদহ:


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে সদর থানার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ আরও অনেকে। এসময় বক্তারা, নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।