ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • / ২২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মিডিয়া কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিজস্ব প্রতিবেদক:
‘ভিলেজ ২০৪১: ২০৪১ এ উন্নত বিশ্বে উন্নীতকরণে মিডিয়া কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেছেন, ‘টেকসই উন্নয়নে প্রত্যেক নাগরিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র অবদান রয়েছে। অপচয়-অপব্যয় রোধ, লাগসই প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থা অবলম্বনের দ্বারা সীমিত সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণে সবার মধ্যে অভ্যাস, আগ্রহ ও একাগ্রতার সংস্কৃতি গড়ে ওঠা দরকার। তবে সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না।’
চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সম্পূর্ণ প্রভাবমুক্ত ভাবে ৪ মাস কাজ করতে চাই। সকলে আমার আদেশ-নিষেধ, আইন-কানুন ও কথা শুনবেন, সহযোগিতা করবেন। তবেই এ জেলার জন্য ভালো কিছু করতে পারবো।’
গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে এ আয়োজন করে জেলা প্রশাসন। ২০৪১ সালে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরে গ্রামকে শতভাগ শহরে রুপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নত বিশ্বে উন্নীত হওয়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন জেলার চার উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। কর্মশালায় ৪০ জন সাংবাদিককে ৫টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেক উপ-দলকে একটি মডেল গ্রাম তৈরির পরিকল্পনা ও মতামত নেয়া হয়। পরে অংশগ্রহণকারীরা তাদের পরিকল্পনা, সমস্যা ও সমাধান উপস্থাপন করেন। কর্মশালার সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জেলা কালেক্টরেটের ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার খাইরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না

আপলোড টাইম : ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় মিডিয়া কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিজস্ব প্রতিবেদক:
‘ভিলেজ ২০৪১: ২০৪১ এ উন্নত বিশ্বে উন্নীতকরণে মিডিয়া কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেছেন, ‘টেকসই উন্নয়নে প্রত্যেক নাগরিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র অবদান রয়েছে। অপচয়-অপব্যয় রোধ, লাগসই প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থা অবলম্বনের দ্বারা সীমিত সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণে সবার মধ্যে অভ্যাস, আগ্রহ ও একাগ্রতার সংস্কৃতি গড়ে ওঠা দরকার। তবে সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না।’
চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সম্পূর্ণ প্রভাবমুক্ত ভাবে ৪ মাস কাজ করতে চাই। সকলে আমার আদেশ-নিষেধ, আইন-কানুন ও কথা শুনবেন, সহযোগিতা করবেন। তবেই এ জেলার জন্য ভালো কিছু করতে পারবো।’
গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে এ আয়োজন করে জেলা প্রশাসন। ২০৪১ সালে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরে গ্রামকে শতভাগ শহরে রুপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নত বিশ্বে উন্নীত হওয়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন জেলার চার উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। কর্মশালায় ৪০ জন সাংবাদিককে ৫টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেক উপ-দলকে একটি মডেল গ্রাম তৈরির পরিকল্পনা ও মতামত নেয়া হয়। পরে অংশগ্রহণকারীরা তাদের পরিকল্পনা, সমস্যা ও সমাধান উপস্থাপন করেন। কর্মশালার সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জেলা কালেক্টরেটের ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার খাইরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।