ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছভাবে কাজ করার অঙ্গীকার’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / ১৬২ বার পড়া হয়েছে

কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও দিলারা রহমানের মতবিনিময়
দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও দিলারা রহমান সব কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘একজন ইউএনওর পক্ষে উন্নয়নমূলক কর্মকাণ্ড বেগবান করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের সহযোগিতাটাই মূখ্য। আমরা সবাই একটা পরিবার। আমরা যদি একটি টিম হয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশা করছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, নূর ইসলাম, ছবীর উদ্দীন, শাহরিয়ার কবীর, সেলিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অপর দিকে বেলা সাড়ে তিনটার দিকে তিনি নিজ কার্যালয়ে দামুড়হুদা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিচয়পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য আন্তরিকতার সঙ্গে শোনেন। সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও দিলারা রহমান সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘আমি আগে যেখানে কাজ করেছি, সেখানেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আশা করি আপনাদের সাথেও সুসম্পর্ক থাকবে। আপনাদের সাথে নিয়েই উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই। পেশাগত দায়িত্ব পালনে আমার সার্বিক সহযোগিতা অবশ্যই পাবেন। প্রয়োজনে ফোন করবেন। যদি কোনো কারণে রিসিভ করতে না পারি, তাহলে বিষয়টি এসএমএস করবেন। তথ্য দেওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই।’ পরিশেষে তিনি খুব দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি অন্যায়ের সঙ্গে আপস আগেও করিনি, এখনও করব না।’
মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি মো. নুরনবী, সহসভাপতি জাহিদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শমসের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সহসভাপতি ফজলুল হক, সদস্য মোজাম্মেল শিশির, শামসুজ্জোহা পলাশ, শরিফুল ইসলাম, এস এম সুজন, রকিবুল ইসলাম তোতা, রোকনুজ্জামান রোকন, মিরাজুল ইসলাম মিরাজ, দর্শনা প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সদস্য রাজিব হাসান, আহসান হাবিব, হাসমত আলী, আব্দুর রহমান, আবিদ হাসান রিফাত প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘সবার সহযোগিতা নিয়ে স্বচ্ছভাবে কাজ করার অঙ্গীকার’

আপলোড টাইম : ০৯:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও দিলারা রহমানের মতবিনিময়
দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও দিলারা রহমান সব কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘একজন ইউএনওর পক্ষে উন্নয়নমূলক কর্মকাণ্ড বেগবান করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের সহযোগিতাটাই মূখ্য। আমরা সবাই একটা পরিবার। আমরা যদি একটি টিম হয়ে খেলতে পারি, তাহলে অবশ্যই উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশা করছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদির, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, নূর ইসলাম, ছবীর উদ্দীন, শাহরিয়ার কবীর, সেলিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অপর দিকে বেলা সাড়ে তিনটার দিকে তিনি নিজ কার্যালয়ে দামুড়হুদা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরিচয়পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য আন্তরিকতার সঙ্গে শোনেন। সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও দিলারা রহমান সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘আমি আগে যেখানে কাজ করেছি, সেখানেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আশা করি আপনাদের সাথেও সুসম্পর্ক থাকবে। আপনাদের সাথে নিয়েই উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই। পেশাগত দায়িত্ব পালনে আমার সার্বিক সহযোগিতা অবশ্যই পাবেন। প্রয়োজনে ফোন করবেন। যদি কোনো কারণে রিসিভ করতে না পারি, তাহলে বিষয়টি এসএমএস করবেন। তথ্য দেওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই।’ পরিশেষে তিনি খুব দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি অন্যায়ের সঙ্গে আপস আগেও করিনি, এখনও করব না।’
মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি মো. নুরনবী, সহসভাপতি জাহিদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শমসের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সহসভাপতি ফজলুল হক, সদস্য মোজাম্মেল শিশির, শামসুজ্জোহা পলাশ, শরিফুল ইসলাম, এস এম সুজন, রকিবুল ইসলাম তোতা, রোকনুজ্জামান রোকন, মিরাজুল ইসলাম মিরাজ, দর্শনা প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সদস্য রাজিব হাসান, আহসান হাবিব, হাসমত আলী, আব্দুর রহমান, আবিদ হাসান রিফাত প্রমুখ।