ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সন্ন্যাসীর বেশ নেওয়া মাদকব্যবসায়ী আশাদুল আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯
  • / ২৮২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বেশধারি সন্ন্যাসী ও কারদন্ডাদেশপ্রাপ্ত পলাতক এক মাদকব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় তাকে চুয়াডাঙ্গা জেলখানায় পাঠানো হয়। গ্রেফতার এড়াতে বৈষ্ণব সন্ন্যাসীর বেশ ধরে মন্দিরে মন্দিরে অবস্থান করতো বলে জানিয়েছে পুলিশ। আটক সন্ন্যাসী বেশধারী যুবক গাংনী উপজেলার সাহেবপুর গ্রামের আশাদুল। গত ৯ মে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের স্টেশনপাড়া মন্দির থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবকের বয়স ৩৪ এর কোঠায় হবে। একহারা গড়নের যুবক। গলায় কাঠের জপমালা। গৃহত্যাগির নামাবলি গায়, হাতে ত্রিশূল। প্রায় ১ বছর ধরে তাকে আলমডাঙ্গার বিভিন্ন মন্দিরে ঘুরতে দেখেছেন অনেকে। বিশেষ করে যে মন্দিরে সংকীর্তন সেখানেই তাকে নাকি দেখা যেত। পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা যে পূজা পার্বণে, সেখানেও এ বৈষ্ণব সন্যাস বেশধারী যুবক। ফলে অল্পদিনেই শহরের হিন্দু ধর্মাবলম্বীদের নজরে পড়ে যান তিনি। অনেকের উৎসুক তাকে ঘিরে।
তাকে পর্যবেক্ষণকারি একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, প্রথম প্রথম ডেকে নাম ঠিকানা জিজ্ঞেস করলেও কথা বলতেন না ওই বেশধারি বৈষ্ণব গোসাই। চুপচাপ থাকতেন। আলমডাঙ্গায় অবস্থানের মেয়াদকাল বৃদ্ধির সাথে সাথে তার কথা বলার প্রবণতাও বেড়ে চলে। বর্তমানে নাম জিজ্ঞেস করলে সোজাসাপটা বলে দিতেন নাম আশাদুল। অবশ্য বাড়ি কোথায় তা বলতেন না। কেন মুসলমান হয়ে এমন বৈষ্ণব সন্ন্যাসীর বেশ নিয়ে মন্দিরে মন্দিরে? বেশ ভাল লাগে তাই এই বেশে থাকি। এমনটাই উত্তরে বলে থাকেন বৈষ্ণব সন্ন্যাসী। এমন তথ্যে অনেক হিন্দু ধর্মাবলম্বীর মনে সন্দেহের সৃষ্টি হয়।
আলমডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার সাধুখাঁ বলেন, নাম মুসলমানের অথচ সন্ন্যাসীর নামাবলী গায়ে এ যুবক থাকে মন্দিরে মন্দিরে, বিষয়টি সন্দেহজনক। অনেকের সন্দেহ কোন জঙ্গী হয়তো সন্ন্যাসীর বেশ ধরে আছে। সুযোগ বুঝে নাশকতা চালাতে পারে। এমন আশঙ্কা করে কেউ পুলিশকে অবহিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার স্টেশনপাড়ার মন্দির থেকে বৈষ্ণব সন্ন্যাসীর বেশধারি ওই মুসলমান যুবককে পুলিশ আটক করেছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। যুবকের নাম আশাদুল, তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রিফাতুল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সন্ন্যাসীর বেশ নেওয়া মাদকব্যবসায়ী আশাদুল আটক

আপলোড টাইম : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বেশধারি সন্ন্যাসী ও কারদন্ডাদেশপ্রাপ্ত পলাতক এক মাদকব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় তাকে চুয়াডাঙ্গা জেলখানায় পাঠানো হয়। গ্রেফতার এড়াতে বৈষ্ণব সন্ন্যাসীর বেশ ধরে মন্দিরে মন্দিরে অবস্থান করতো বলে জানিয়েছে পুলিশ। আটক সন্ন্যাসী বেশধারী যুবক গাংনী উপজেলার সাহেবপুর গ্রামের আশাদুল। গত ৯ মে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের স্টেশনপাড়া মন্দির থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবকের বয়স ৩৪ এর কোঠায় হবে। একহারা গড়নের যুবক। গলায় কাঠের জপমালা। গৃহত্যাগির নামাবলি গায়, হাতে ত্রিশূল। প্রায় ১ বছর ধরে তাকে আলমডাঙ্গার বিভিন্ন মন্দিরে ঘুরতে দেখেছেন অনেকে। বিশেষ করে যে মন্দিরে সংকীর্তন সেখানেই তাকে নাকি দেখা যেত। পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা যে পূজা পার্বণে, সেখানেও এ বৈষ্ণব সন্যাস বেশধারী যুবক। ফলে অল্পদিনেই শহরের হিন্দু ধর্মাবলম্বীদের নজরে পড়ে যান তিনি। অনেকের উৎসুক তাকে ঘিরে।
তাকে পর্যবেক্ষণকারি একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, প্রথম প্রথম ডেকে নাম ঠিকানা জিজ্ঞেস করলেও কথা বলতেন না ওই বেশধারি বৈষ্ণব গোসাই। চুপচাপ থাকতেন। আলমডাঙ্গায় অবস্থানের মেয়াদকাল বৃদ্ধির সাথে সাথে তার কথা বলার প্রবণতাও বেড়ে চলে। বর্তমানে নাম জিজ্ঞেস করলে সোজাসাপটা বলে দিতেন নাম আশাদুল। অবশ্য বাড়ি কোথায় তা বলতেন না। কেন মুসলমান হয়ে এমন বৈষ্ণব সন্ন্যাসীর বেশ নিয়ে মন্দিরে মন্দিরে? বেশ ভাল লাগে তাই এই বেশে থাকি। এমনটাই উত্তরে বলে থাকেন বৈষ্ণব সন্ন্যাসী। এমন তথ্যে অনেক হিন্দু ধর্মাবলম্বীর মনে সন্দেহের সৃষ্টি হয়।
আলমডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার সাধুখাঁ বলেন, নাম মুসলমানের অথচ সন্ন্যাসীর নামাবলী গায়ে এ যুবক থাকে মন্দিরে মন্দিরে, বিষয়টি সন্দেহজনক। অনেকের সন্দেহ কোন জঙ্গী হয়তো সন্ন্যাসীর বেশ ধরে আছে। সুযোগ বুঝে নাশকতা চালাতে পারে। এমন আশঙ্কা করে কেউ পুলিশকে অবহিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার স্টেশনপাড়ার মন্দির থেকে বৈষ্ণব সন্ন্যাসীর বেশধারি ওই মুসলমান যুবককে পুলিশ আটক করেছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। যুবকের নাম আশাদুল, তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রিফাতুল্লাহ।