ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সদর ফাঁড়ি ইনচার্জ টিএসআই ওহিদের অভিযানে চুয়াডাঙ্গা শহরে গভীররাতে আটক ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩০২ বার পড়া হয়েছে

16736601_1868666603345416_1345780242_n

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই ওহিদুল ইসলামের অভিযানে গতরাতে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীসহ ৪জনকে আটক করেছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো: চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার মৃত তাছের উদ্দীনের ছেলে আজিম (৪০), রবজেল খাঁ’র ওরফে পুটের ছেলে মসলেম আলী খাঁ (৪৫), গোরস্থানপাড়ার  সাত্তার মিয়ার ছেলে শিমুল (৩৫), দৌলাৎদিয়াড়ের শামসুলের ছেলে ঝন্টু (৩২)। এবিষয়ে সদর ফাঁড়ি ইনচার্জ টিএসআই ওহিদ সাংবাদিকদের জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছি, এছাড়া গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীদেরও আটক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে। আমি চাই চুয়াডাঙ্গা শহরে  শান্তি বিরাজ কর”ক, তাই নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটককৃতদের আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সদর ফাঁড়ি ইনচার্জ টিএসআই ওহিদের অভিযানে চুয়াডাঙ্গা শহরে গভীররাতে আটক ৪

আপলোড টাইম : ০৯:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭

16736601_1868666603345416_1345780242_n

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই ওহিদুল ইসলামের অভিযানে গতরাতে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীসহ ৪জনকে আটক করেছে। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো: চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার মৃত তাছের উদ্দীনের ছেলে আজিম (৪০), রবজেল খাঁ’র ওরফে পুটের ছেলে মসলেম আলী খাঁ (৪৫), গোরস্থানপাড়ার  সাত্তার মিয়ার ছেলে শিমুল (৩৫), দৌলাৎদিয়াড়ের শামসুলের ছেলে ঝন্টু (৩২)। এবিষয়ে সদর ফাঁড়ি ইনচার্জ টিএসআই ওহিদ সাংবাদিকদের জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছি, এছাড়া গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীদেরও আটক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে। আমি চাই চুয়াডাঙ্গা শহরে  শান্তি বিরাজ কর”ক, তাই নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটককৃতদের আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।