ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • / ২৯১ বার পড়া হয়েছে

উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ
উথলী প্রতিবেদক:
জমকালো আয়োজনের মধ্যদিয়ে উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক (২০১৯-২০২১) কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উথলী বাজারে কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কর্মপরিষদের ৮ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরপর তাদেরকে উষ্ণ ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জানান কমিটির অন্যান্য সদস্যরা। শপথ ও সংবর্ধনা পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি আহম্মাদ সগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘সংগঠন হলো সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। প্রত্যেকের নিজস্ব লক্ষ্য-উদ্দেশ্য থাকতে হবে। আর অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন সততা, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা।’ যে কোন পরিস্থিতিতে ইলেকট্রিশিয়ানদের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়ে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা উজ্জল এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী আমান উল্লাহ উজ্জল।
সভাপতির বক্তব্যে আহম্মাদ সগীর বলেন, ‘আমরা এই সংগঠনের মাধ্যমে এতদাঞ্চলের সর্বস্তরের ইলেকট্রনিক্স কর্মীদের একত্রিত করার চেষ্টা করছি। বিভিন্ন সময়ে একে অপরের সুবিধা-অসুবিধায় পাশে দাড়ানো, সমস্যা সমাধান করতে চাই। শুধু তাই নয়, এখন থেকে আপনার চাহিদা মাফিক কোন ইলেকট্রিশিয়ান ব্যস্ত থাকলে বা তার হাতে কাজের চাপ থাকলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে অন্যান্য সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করা হবে। এখন থেকে কোন কাজে আপনাদের ভোগান্তি রাখতে চাই না। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’
এরআগে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান বলেন, “সকলে একটি পরিবারের ন্যায় একত্রিত থাকতে এবং একে অপরের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতেই ‘উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন’ গঠণের পরিকল্পনা গ্রহণ করি। আমাদের সংগঠনের স্লোগান অনুযায়ী আমরা ইলেকট্রিশিয়ানরা গ্রাহকদের সেবা, নিরাপত্তা ও সন্তুষ্টি বিধানে সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন কাজল, বিবিএস ক্যাবলস-চুয়াডাঙ্গা সেল সেন্টারের ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) মো. কামরুজ্জামান, বিজলী-চুয়াডাঙ্গা শো-রুমের ম্যানেজার রাকিবুল হাসান।
অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খান ইলেকট্রনিক্স কোং লিমিটেডের প্রতিনিধি সুজন হোসেন, এসকেআরপি গ্রুপের প্রতিষ্ঠান এনটি ব্লুর’র প্রতিনিধি প্রদীপ কুমার, এসএসজি’র রাজু আহমেদ, প্যারাডাইস ক্যাবলস’র জুয়েল রানা, কিটি ইলেকট্রনিক্স’র আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত।
আনুষ্ঠানিক এ আয়োজনের মধ্যদিয়ে উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের নব-গঠিত কর্মপরিষদে শপথ নিলেন যারা- সভাপতি আহম্মাদ সগীর, সহ-সভাপতি মো. সাইদুর রহমান (আরিফ), সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান (হাসান), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল শেখ, কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, সহ-কোষাধ্যক্ষ মো. রাহিনুর আলম (দীপু), প্রচার সম্পাদক মো. হাসিবুল হক ও সহ-প্রচার সম্পাদক মো. শাহিনুর হোসেন (শাহীন)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়

আপলোড টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯

উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটির শপথ গ্রহণ
উথলী প্রতিবেদক:
জমকালো আয়োজনের মধ্যদিয়ে উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক (২০১৯-২০২১) কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উথলী বাজারে কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কর্মপরিষদের ৮ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরপর তাদেরকে উষ্ণ ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জানান কমিটির অন্যান্য সদস্যরা। শপথ ও সংবর্ধনা পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি আহম্মাদ সগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘সংগঠন হলো সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। প্রত্যেকের নিজস্ব লক্ষ্য-উদ্দেশ্য থাকতে হবে। আর অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন সততা, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা।’ যে কোন পরিস্থিতিতে ইলেকট্রিশিয়ানদের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়ে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা উজ্জল এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী আমান উল্লাহ উজ্জল।
সভাপতির বক্তব্যে আহম্মাদ সগীর বলেন, ‘আমরা এই সংগঠনের মাধ্যমে এতদাঞ্চলের সর্বস্তরের ইলেকট্রনিক্স কর্মীদের একত্রিত করার চেষ্টা করছি। বিভিন্ন সময়ে একে অপরের সুবিধা-অসুবিধায় পাশে দাড়ানো, সমস্যা সমাধান করতে চাই। শুধু তাই নয়, এখন থেকে আপনার চাহিদা মাফিক কোন ইলেকট্রিশিয়ান ব্যস্ত থাকলে বা তার হাতে কাজের চাপ থাকলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে অন্যান্য সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করা হবে। এখন থেকে কোন কাজে আপনাদের ভোগান্তি রাখতে চাই না। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’
এরআগে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান বলেন, “সকলে একটি পরিবারের ন্যায় একত্রিত থাকতে এবং একে অপরের সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখতেই ‘উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন’ গঠণের পরিকল্পনা গ্রহণ করি। আমাদের সংগঠনের স্লোগান অনুযায়ী আমরা ইলেকট্রিশিয়ানরা গ্রাহকদের সেবা, নিরাপত্তা ও সন্তুষ্টি বিধানে সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দীন কাজল, বিবিএস ক্যাবলস-চুয়াডাঙ্গা সেল সেন্টারের ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) মো. কামরুজ্জামান, বিজলী-চুয়াডাঙ্গা শো-রুমের ম্যানেজার রাকিবুল হাসান।
অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খান ইলেকট্রনিক্স কোং লিমিটেডের প্রতিনিধি সুজন হোসেন, এসকেআরপি গ্রুপের প্রতিষ্ঠান এনটি ব্লুর’র প্রতিনিধি প্রদীপ কুমার, এসএসজি’র রাজু আহমেদ, প্যারাডাইস ক্যাবলস’র জুয়েল রানা, কিটি ইলেকট্রনিক্স’র আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত।
আনুষ্ঠানিক এ আয়োজনের মধ্যদিয়ে উথলী ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের নব-গঠিত কর্মপরিষদে শপথ নিলেন যারা- সভাপতি আহম্মাদ সগীর, সহ-সভাপতি মো. সাইদুর রহমান (আরিফ), সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান (হাসান), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল শেখ, কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, সহ-কোষাধ্যক্ষ মো. রাহিনুর আলম (দীপু), প্রচার সম্পাদক মো. হাসিবুল হক ও সহ-প্রচার সম্পাদক মো. শাহিনুর হোসেন (শাহীন)।