ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সকাল ১০টার পরীক্ষা শুরু হলো ১১টায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • / ২৭৮ বার পড়া হয়েছে

মুজিবনগরে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ায়

মুজিবনগর অফিস: মুজিবনগরে এসএসসি টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র যথাসময়ে পায়নি পরীক্ষার্থীরা। যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রশ্নপত্র না পেয়ে অবশেষে এক ঘন্টা পর সকাল ১১টায় পরীক্ষা গ্রহণ করা হয়। জানা গেছে, গতকাল বুধবার মেহেরপুর মুজিবনগরের মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা আরম্ভ হওয়ার কথা থাকলেও, তা শুরু হয়েছে সকাল ১১টায়। এতে পরিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে সময় বেধে দেয়া হয় সকাল ৯টা। কিন্ত দায়িত্বে থাকা প্রধান শিক্ষকগণ সার্চ করেও প্রশ্নপত্র পাননি। এমতাবস্তায়, শিক্ষকরা বোর্ডের স্মরণাপন্ন হয়ে হেল্পলাইনে ফোন করলেও তা রিসিভ হয়নি। এমনকি লাইন কেটে দেয়ারও অভিযোগ করেন জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক। পরে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানালে তিনি বলেন, সার্ভারে সমস্যা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। একঘন্টা পরে পরীক্ষা শুরু করার কথা বলেন তিনি। এদিকে, দীর্ঘসময় পরীক্ষার্থীদের বসিয়ে রাখতে হিমশিম খেতে হয়েছে শিক্ষকদের। এদিকে, কোন কোন প্রতিষ্ঠান সকাল সাড়ে ১০টায় পরীক্ষা গ্রহণ শুরু করেছে। এতে করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সামিল বলে সচেতনমহল শিক্ষাবোর্ডকে দুষছে। তবে, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বাকি পরীক্ষাগুলো সকাল ১০টায় আরম্ভ হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সকাল ১০টার পরীক্ষা শুরু হলো ১১টায়

আপলোড টাইম : ০৯:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

মুজিবনগরে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র না পাওয়ায়

মুজিবনগর অফিস: মুজিবনগরে এসএসসি টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র যথাসময়ে পায়নি পরীক্ষার্থীরা। যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রশ্নপত্র না পেয়ে অবশেষে এক ঘন্টা পর সকাল ১১টায় পরীক্ষা গ্রহণ করা হয়। জানা গেছে, গতকাল বুধবার মেহেরপুর মুজিবনগরের মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা আরম্ভ হওয়ার কথা থাকলেও, তা শুরু হয়েছে সকাল ১১টায়। এতে পরিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বোর্ডের ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে সময় বেধে দেয়া হয় সকাল ৯টা। কিন্ত দায়িত্বে থাকা প্রধান শিক্ষকগণ সার্চ করেও প্রশ্নপত্র পাননি। এমতাবস্তায়, শিক্ষকরা বোর্ডের স্মরণাপন্ন হয়ে হেল্পলাইনে ফোন করলেও তা রিসিভ হয়নি। এমনকি লাইন কেটে দেয়ারও অভিযোগ করেন জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক। পরে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানালে তিনি বলেন, সার্ভারে সমস্যা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। একঘন্টা পরে পরীক্ষা শুরু করার কথা বলেন তিনি। এদিকে, দীর্ঘসময় পরীক্ষার্থীদের বসিয়ে রাখতে হিমশিম খেতে হয়েছে শিক্ষকদের। এদিকে, কোন কোন প্রতিষ্ঠান সকাল সাড়ে ১০টায় পরীক্ষা গ্রহণ শুরু করেছে। এতে করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সামিল বলে সচেতনমহল শিক্ষাবোর্ডকে দুষছে। তবে, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বাকি পরীক্ষাগুলো সকাল ১০টায় আরম্ভ হবে।