ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাণ্ড

সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিককে লাঞ্ছিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান অভিযোগ করেন, গতকাল সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালানোর খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান তিনি। সেখানে পেঁৗছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে পরিচয় প্রদান করলে ক্ষেপে যান তাঁরা। এসময় মোবাইল কেড়ে নিয়ে ওলিয়ারকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম, উপ—পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ—পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেন। তবে সেখান থেকে কোনো মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি। এদিকে সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম বলেন, ‘না বুঝে এক সিপাই সাংবাদিকের মোবাইলটা নিয়ে নিয়েছিল। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি।’ বিষয়টি নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাণ্ড

সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিককে লাঞ্ছিত

আপলোড টাইম : ০৩:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযানে উপস্থিত হওয়ায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগী গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান অভিযোগ করেন, গতকাল সোমবার দুপুরে কাদিরকোল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালানোর খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান তিনি। সেখানে পেঁৗছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে পরিচয় প্রদান করলে ক্ষেপে যান তাঁরা। এসময় মোবাইল কেড়ে নিয়ে ওলিয়ারকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম, উপ—পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ—পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেন। তবে সেখান থেকে কোনো মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি। এদিকে সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ^াস মফিদুল ইসলাম বলেন, ‘না বুঝে এক সিপাই সাংবাদিকের মোবাইলটা নিয়ে নিয়েছিল। পরে আমরা তার কাছে ভুল স্বীকার করেছি।’ বিষয়টি নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সেটা ঠিক হয়ে গেছে।