ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শ্রমিকরা দেশের চালিকাশক্তি : এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক
নিজস্ব প্রতিবেদক:
আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, পৃথিবীর চালিকাশক্তি হলো শ্রমিক। শ্রমিক ছাড়া কোনো মিল-কলকারখানা চলে না, কোনো উৎপাদন হয় না। চাকা না ঘুরলে সারা পৃথিবীতে সবকিছু অচল হয়ে থাকবে। শ্রমিকদের ভেতর অনেক কোন্দল ও সমস্যা আছে। আপনারা আপনাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলুন। আপনাদের স্লোগান হবে- ‘শ্রমিক ঐক্য এক সাথে কাজ করতে হবে’। মনে রাখতে হবে শ্রমিকেরা এ দেশের চালিকাশক্তি। আপনাদের কেউ মূল্যায়ন করুক বা না করুক, আপনারা কিন্তু চালিকাশক্তি। প্রতিটা প্রতিষ্ঠানের মালিকদের উচিত শ্রমিকদের মূল্যায়ন করা। তিনি আরও বলেন, ‘আপনারা দেশের স্বার্থে এবং মানুষের জন্যে রাত-দিন হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা মানুষের জন্য যে সেবা দিয়ে যাচ্ছেন, সেটা অতুলনীয়।’
আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান দুইভাগে বিভক্ত করা হয়। চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পীর সভাপতিত্বে প্রথমপর্বে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আজগর আলী। এরপর নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা। পরে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করান।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মুনতাজ আলীর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা ট্রাক মলিক গ্রুপের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজাজুল হক বিশ্বাস, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মনোয়ার হোসেন সরুজ, অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসরাম, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুস সালামসহ শ্রমিক লীগ, আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শ্রমিকরা দেশের চালিকাশক্তি : এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:১৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক
নিজস্ব প্রতিবেদক:
আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, পৃথিবীর চালিকাশক্তি হলো শ্রমিক। শ্রমিক ছাড়া কোনো মিল-কলকারখানা চলে না, কোনো উৎপাদন হয় না। চাকা না ঘুরলে সারা পৃথিবীতে সবকিছু অচল হয়ে থাকবে। শ্রমিকদের ভেতর অনেক কোন্দল ও সমস্যা আছে। আপনারা আপনাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলুন। আপনাদের স্লোগান হবে- ‘শ্রমিক ঐক্য এক সাথে কাজ করতে হবে’। মনে রাখতে হবে শ্রমিকেরা এ দেশের চালিকাশক্তি। আপনাদের কেউ মূল্যায়ন করুক বা না করুক, আপনারা কিন্তু চালিকাশক্তি। প্রতিটা প্রতিষ্ঠানের মালিকদের উচিত শ্রমিকদের মূল্যায়ন করা। তিনি আরও বলেন, ‘আপনারা দেশের স্বার্থে এবং মানুষের জন্যে রাত-দিন হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা মানুষের জন্য যে সেবা দিয়ে যাচ্ছেন, সেটা অতুলনীয়।’
আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান দুইভাগে বিভক্ত করা হয়। চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পীর সভাপতিত্বে প্রথমপর্বে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আজগর আলী। এরপর নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা। পরে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করান।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মুনতাজ আলীর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা ট্রাক মলিক গ্রুপের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজাজুল হক বিশ্বাস, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মনোয়ার হোসেন সরুজ, অ্যাড. আবু তালেব বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসরাম, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুস সালামসহ শ্রমিক লীগ, আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অন্যান্য নেতৃবৃন্দ।