ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা আয়োজনে গণহত্যা দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্জ্বলন, আলোক মিছিল, প্রতীকী ব্লাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ছিল উল্লেখযোগ্য। গণহত্যা দিবসের প্রতিটি কর্মসূচিতে এবারও সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ছিল সকলের মুখে মুখে। পাকিস্তানিদের ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি একাত্ত্বরের গণহত্যা নিয়ে পরাজিত পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, ‘একাত্তরের গণহত্যাসহ পৃথিবীর সব গণহত্যা যেন আমরা ভুলে না যাই। অব্যাহতভাবে এ গণহত্যার স্বীকৃতি হিসেবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার সপক্ষে দাবি জোরদার করতে হবে। এখনও কিছু স্বাধীনতাবিরোধী শক্তি রয়েছে, যাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাঙালির জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আলোচনা সভা:


২৫ শে মার্চ ২০২১ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান ও সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান।
প্রতীকী ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন:
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে যেভাবে চারদিক ভয়ঙ্কর অন্ধকার করে রাখা হয়, ঠিক সেই পরিস্থিতির সঙ্গে মিল রেখে এক মিনিটের জন্য প্রতীকী অন্ধকারে রাখা হয় গোটা চুয়াডাঙ্গা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকী অন্ধকার (ব্লাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস। রাত ৯টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউট পালন শেষে শহিদ হাসান চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে মোববাতি প্রজ্জ্বলন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুক্তযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। এ সময় মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দৈনিক সময়ের সমীকরণ-এর গণহত্যা দিবসে শ্রদ্ধা:
দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই সমীকরণ পরিবার গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকার সকল কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক রাত ৯টা থেকে ৯টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউটের সময় নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহ-সম্পাদক সুমন পারভেজ খান, পলাশ কুমার সাহা, হেমন্ত কুমার সিংহ রায়, ছড়াকার এম এ মামুন, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, মেহেরাব্বি সানভী, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন প্রমুখ।
আলমডাঙ্গা:


আলমডাঙ্গায় যথাযথ মার্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ। এদিকে, রাত ৯টায় সারা দেশের ন্যায় আলমডাঙ্গাতেও ব্লাক আউট পালন করা হয়।
দামুড়হুদা:


দামুড়হুদায় ২৫ মার্চ গণ্যহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দর্শনা:
দর্শনায় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন, শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
জীবননগর:


জীবননগরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দীন ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু। এছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উথলী:


জীবননগর উথলীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উথলী সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে খাদরা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-তত্ত্বাবধায়ক মাওলানা ফয়জুল আহমাদ, শিক্ষক মাওলানা মহিউদ্দিনসহ মাদ্রাসার সদস্যবৃন্দ।
মেহেরপুর:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মৃত্তিকা গ্রুপ থিয়েটার এ মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন করে। এসময় বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণ

আপলোড টাইম : ১০:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা আয়োজনে গণহত্যা দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্জ্বলন, আলোক মিছিল, প্রতীকী ব্লাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ছিল উল্লেখযোগ্য। গণহত্যা দিবসের প্রতিটি কর্মসূচিতে এবারও সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ছিল সকলের মুখে মুখে। পাকিস্তানিদের ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি একাত্ত্বরের গণহত্যা নিয়ে পরাজিত পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, ‘একাত্তরের গণহত্যাসহ পৃথিবীর সব গণহত্যা যেন আমরা ভুলে না যাই। অব্যাহতভাবে এ গণহত্যার স্বীকৃতি হিসেবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার সপক্ষে দাবি জোরদার করতে হবে। এখনও কিছু স্বাধীনতাবিরোধী শক্তি রয়েছে, যাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাঙালির জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আলোচনা সভা:


২৫ শে মার্চ ২০২১ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান ও সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান।
প্রতীকী ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন:
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে যেভাবে চারদিক ভয়ঙ্কর অন্ধকার করে রাখা হয়, ঠিক সেই পরিস্থিতির সঙ্গে মিল রেখে এক মিনিটের জন্য প্রতীকী অন্ধকারে রাখা হয় গোটা চুয়াডাঙ্গা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকী অন্ধকার (ব্লাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস। রাত ৯টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউট পালন শেষে শহিদ হাসান চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে মোববাতি প্রজ্জ্বলন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুক্তযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। এ সময় মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দৈনিক সময়ের সমীকরণ-এর গণহত্যা দিবসে শ্রদ্ধা:
দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই সমীকরণ পরিবার গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকার সকল কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক রাত ৯টা থেকে ৯টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউটের সময় নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহ-সম্পাদক সুমন পারভেজ খান, পলাশ কুমার সাহা, হেমন্ত কুমার সিংহ রায়, ছড়াকার এম এ মামুন, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, মেহেরাব্বি সানভী, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন প্রমুখ।
আলমডাঙ্গা:


আলমডাঙ্গায় যথাযথ মার্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ। এদিকে, রাত ৯টায় সারা দেশের ন্যায় আলমডাঙ্গাতেও ব্লাক আউট পালন করা হয়।
দামুড়হুদা:


দামুড়হুদায় ২৫ মার্চ গণ্যহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দর্শনা:
দর্শনায় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন, শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
জীবননগর:


জীবননগরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দীন ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু। এছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উথলী:


জীবননগর উথলীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উথলী সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে খাদরা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-তত্ত্বাবধায়ক মাওলানা ফয়জুল আহমাদ, শিক্ষক মাওলানা মহিউদ্দিনসহ মাদ্রাসার সদস্যবৃন্দ।
মেহেরপুর:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মৃত্তিকা গ্রুপ থিয়েটার এ মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন করে। এসময় বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক প্রমুখ।