ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শ্বাসরোধ করে স্কুলছাত্রকে হত্যা, দুজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের দাবিতে প্রবাসীর ছেলেকে অপহরণ
মিলেছে খুনের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য : ওসি বজলুর রহমান
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে আবির হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মাঠ থেকে আবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে, গতকালই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মিলেছে খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আটককৃতরা হলেন- মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও একই এলাকার মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ।
জানা যায়, আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে থাকতো। সেখানে মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করছিল। এরই মধ্যে গত শনিবার বিকেলে এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত স্থানীয় দুই যুবক হামিম ও মুজাহিদ তাদের মোটরসাইকেলে করে আবিরকে বেড়াতে নিয়ে যায়। পরে তাদের মোবাইল ফোন থেকেই আবিরকে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে নেওয়ার জন্য বলা হয় তার মাকে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সাথে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায়, আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরে পেতে আকুতি জানান মা রোজিনা খাতুন ও বাবা আসাদুল ইসলাম। কিন্তু ঘণ্টা খানেক পর আবিরের ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সাথে মাঠে তল্লাশী চালিয়ে আবিরের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।’ এদিকে, গতকাল রোববার দুপুর তিনটার পর জানাজা শেষে সরিষাডাঙ্গা গ্রাম্য কবরস্থানে আবিরের লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শ্বাসরোধ করে স্কুলছাত্রকে হত্যা, দুজন আটক

আপলোড টাইম : ০৮:৪০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের দাবিতে প্রবাসীর ছেলেকে অপহরণ
মিলেছে খুনের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য : ওসি বজলুর রহমান
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে আবির হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মাঠ থেকে আবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে, গতকালই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। মিলেছে খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আটককৃতরা হলেন- মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও একই এলাকার মিরাজ হোসেনের ছেলে মুজাহিদ।
জানা যায়, আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে থাকতো। সেখানে মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করছিল। এরই মধ্যে গত শনিবার বিকেলে এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত স্থানীয় দুই যুবক হামিম ও মুজাহিদ তাদের মোটরসাইকেলে করে আবিরকে বেড়াতে নিয়ে যায়। পরে তাদের মোবাইল ফোন থেকেই আবিরকে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে নেওয়ার জন্য বলা হয় তার মাকে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সাথে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায়, আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরে পেতে আকুতি জানান মা রোজিনা খাতুন ও বাবা আসাদুল ইসলাম। কিন্তু ঘণ্টা খানেক পর আবিরের ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সাথে মাঠে তল্লাশী চালিয়ে আবিরের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।’ এদিকে, গতকাল রোববার দুপুর তিনটার পর জানাজা শেষে সরিষাডাঙ্গা গ্রাম্য কবরস্থানে আবিরের লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়।