ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ২৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়েছে। মঙ্গলবার সকালে উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত উমেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাব্দার হোসেন মোল্যার সাথে জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগদানকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান বাবলুর মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার বিকালে বাবলু গ্রুপের এক কর্মীকে গাড়াগঞ্জ বাজারে পিটিয়ে আহত করে পতিপক্ষরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহিমপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্রাহিমপুর গ্রামের লুলু, বল্টু, শাহিনুর, জামির এবং কদমতলা গ্রামের মন্নু, টিটু ও আসাদুরসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মন্নু ও টিটুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। এদের কাছ থেকে পুলিশ ৩টি ফালা ও ৩টি সড়কি উদ্ধার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসের জানান, ব্রাহিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক ও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ফালা ও সরকি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

আপলোড টাইম : ১১:১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮

ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়েছে। মঙ্গলবার সকালে উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত উমেদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাব্দার হোসেন মোল্যার সাথে জাতীয় পার্টি থেকে আওয়ামীলীগে যোগদানকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান বাবলুর মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার বিকালে বাবলু গ্রুপের এক কর্মীকে গাড়াগঞ্জ বাজারে পিটিয়ে আহত করে পতিপক্ষরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহিমপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্রাহিমপুর গ্রামের লুলু, বল্টু, শাহিনুর, জামির এবং কদমতলা গ্রামের মন্নু, টিটু ও আসাদুরসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মন্নু ও টিটুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। এদের কাছ থেকে পুলিশ ৩টি ফালা ও ৩টি সড়কি উদ্ধার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসের জানান, ব্রাহিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক ও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ফালা ও সরকি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।