ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপার বাসিন্দা করোনায় ঢাকায় মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / ১৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা সবুর মণ্ডল (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুর মণ্ডল ঢাকায় সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রীসহ দুই ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ জুন তাঁর দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশ আসার পর মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তাঁর নিকটতম আত্মীয়-স্বজন। উল্লেখ্য, এ নিয়ে ঝিনাইদহের বাসিন্দা এমন ৬ জন ব্যক্তি করোনায় মৃত্যুবরণ করলেন। এদের মধ্যে ৪ জন ঢাকায় ও ২ জন ঝিনাইদহে মারা গেছেন। এরা হলেন- শৈলকুপায় সবুর মণ্ডল, কবিরপুরের গোপাল কৃষ্ণ সাহা, হরিণাকুণ্ডুর জোড়াদহ গ্রামের শরিফুল, হরিশপুরের জয়নুল আবেদিন ও তাঁর ভাই খয়বার আলী এবং ঢাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কালীগঞ্জের কুল্যাপাড়া গ্রামের ফয়েজ উদ্দীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৈলকুপার বাসিন্দা করোনায় ঢাকায় মৃত্যু

আপলোড টাইম : ১০:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপার বাসিন্দা সবুর মণ্ডল (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বেসরকারি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুর মণ্ডল ঢাকায় সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রীসহ দুই ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ জুন তাঁর দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশ আসার পর মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে হবে বলে নিশ্চিত করেছেন তাঁর নিকটতম আত্মীয়-স্বজন। উল্লেখ্য, এ নিয়ে ঝিনাইদহের বাসিন্দা এমন ৬ জন ব্যক্তি করোনায় মৃত্যুবরণ করলেন। এদের মধ্যে ৪ জন ঢাকায় ও ২ জন ঝিনাইদহে মারা গেছেন। এরা হলেন- শৈলকুপায় সবুর মণ্ডল, কবিরপুরের গোপাল কৃষ্ণ সাহা, হরিণাকুণ্ডুর জোড়াদহ গ্রামের শরিফুল, হরিশপুরের জয়নুল আবেদিন ও তাঁর ভাই খয়বার আলী এবং ঢাকার বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কালীগঞ্জের কুল্যাপাড়া গ্রামের ফয়েজ উদ্দীন।