ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৃঙ্খলাভঙ্গের দায়ে আ.লীগের ৯ নেতাকে বহিষ্কার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দফতর সম্পাদক নুরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কবির হোসেন বিশ্বাস ও সদস্য ইব্রাহিম খলিল।
বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) ও (ঠ) ধারা অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৃঙ্খলাভঙ্গের দায়ে আ.লীগের ৯ নেতাকে বহিষ্কার

আপলোড টাইম : ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দফতর সম্পাদক নুরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কবির হোসেন বিশ্বাস ও সদস্য ইব্রাহিম খলিল।
বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) ও (ঠ) ধারা অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।