ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শুধু পড়াশোনায় নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায়ও এগিয়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
  • / ২৭৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জসীম উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সহকারী কমিশনার স্নিগ্ধা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদউজজামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠার পর থেকে যেকোন বিষয়ে সাফল্যের প্রমাণ রেখে চলেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি সকলের সার্বিক সহযোগিতায় কাক্সিক্ষত লক্ষে এগিয়ে যাচ্ছে। লেখা পড়ার মানের দিক থেকেও একটা ভাল অবস্থানে আসতে পেরেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্রীড়া ক্ষেত্রে এ বিদ্যালয়ের মেয়েদের থেকে ছেলেরা অনেক এগিয়ে আছে; আগামীতে মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে। শুধু পড়াশোনায় নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায়ও এগিয়ে রয়েছে।’
বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদউজামানের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৬টি গ্রুপে ৪২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেয় শিক্ষার্থীরা। এতে বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শুধু পড়াশোনায় নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায়ও এগিয়ে

আপলোড টাইম : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জসীম উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সহকারী কমিশনার স্নিগ্ধা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদউজজামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠার পর থেকে যেকোন বিষয়ে সাফল্যের প্রমাণ রেখে চলেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি সকলের সার্বিক সহযোগিতায় কাক্সিক্ষত লক্ষে এগিয়ে যাচ্ছে। লেখা পড়ার মানের দিক থেকেও একটা ভাল অবস্থানে আসতে পেরেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্রীড়া ক্ষেত্রে এ বিদ্যালয়ের মেয়েদের থেকে ছেলেরা অনেক এগিয়ে আছে; আগামীতে মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে। শুধু পড়াশোনায় নয়, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায়ও এগিয়ে রয়েছে।’
বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদউজামানের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৬টি গ্রুপে ৪২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেয় শিক্ষার্থীরা। এতে বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।