ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিশুসহ কুকুরের কামড়ে আহত-৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • / ৩১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরসহ গ্রামগঞ্জে ব্যাপকহারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। একটি দুটি নয়, হঠাৎ যেন কুকুরের মিছিল প্রতিনিয়ত সকলের নজর কাড়ে। চলতে ফিরতে অতিষ্ঠ হয়ে উঠেছে রাতের পথচারীরা। বিশেষ করে শহরের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রবের কারণে রাতে লোকজন চলাচল করতে পারছে না। লোকজন দেখলেই পিছু থেকে ধাওয়া করছে। ফলে মোটরসাইকেল, বাইসাইকেল আরোহীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনায়ও। এতে সবার স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি সকাল-সন্ধ্যায় শিশুরা স্কুল মাদরাসায় যেতে ও ঘরের বাহিরে এসে খেলাধুলা করতে পারছে না। কুকুরের উৎপাতের কারণে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ বয়স্করা কুকুরের আক্রমণ ঠেকাতে পারলেও শিশুরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।
এদিকে, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে খেলাধুলা করা অবস্থায় একদল কুকুর হামলা চালায় মরিয়ম (৬) নামের এক শিশুর উপর। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ওই শিশু মরিয়মকে কুকুরের হাত থেকে রক্ষা করতে গিয়ে মিলন ও সামাদ নামের দু’জন কুকুরের কামড়ের শিকার হতে হয়েছে। ঘটনার পর গ্রামবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্কে ভুগছে সর্বশ্রেণীর মানুষ। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কালিমুদ্দিনের কন্যা মরিয়ম খাতুন (৬), একই এলাকার যুবারেকের ছেলে মিলন (৪০) ও মৃত ইসহাকের ছেলে আব্দুস সামাদ (৩৫)। পরে তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, কুকুর নিধন কার্যক্রম বন্ধ থাকায় দিন দিন বেড়ে চলছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের পক্ষে আর কুকুর নিধন করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন কুকুর নিধন নিষিদ্ধ ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিশুসহ কুকুরের কামড়ে আহত-৩

আপলোড টাইম : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরসহ গ্রামগঞ্জে ব্যাপকহারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। একটি দুটি নয়, হঠাৎ যেন কুকুরের মিছিল প্রতিনিয়ত সকলের নজর কাড়ে। চলতে ফিরতে অতিষ্ঠ হয়ে উঠেছে রাতের পথচারীরা। বিশেষ করে শহরের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রবের কারণে রাতে লোকজন চলাচল করতে পারছে না। লোকজন দেখলেই পিছু থেকে ধাওয়া করছে। ফলে মোটরসাইকেল, বাইসাইকেল আরোহীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনায়ও। এতে সবার স্বাভাবিক চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে তেমনি সকাল-সন্ধ্যায় শিশুরা স্কুল মাদরাসায় যেতে ও ঘরের বাহিরে এসে খেলাধুলা করতে পারছে না। কুকুরের উৎপাতের কারণে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ বয়স্করা কুকুরের আক্রমণ ঠেকাতে পারলেও শিশুরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।
এদিকে, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে খেলাধুলা করা অবস্থায় একদল কুকুর হামলা চালায় মরিয়ম (৬) নামের এক শিশুর উপর। তাকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ওই শিশু মরিয়মকে কুকুরের হাত থেকে রক্ষা করতে গিয়ে মিলন ও সামাদ নামের দু’জন কুকুরের কামড়ের শিকার হতে হয়েছে। ঘটনার পর গ্রামবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্কে ভুগছে সর্বশ্রেণীর মানুষ। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কালিমুদ্দিনের কন্যা মরিয়ম খাতুন (৬), একই এলাকার যুবারেকের ছেলে মিলন (৪০) ও মৃত ইসহাকের ছেলে আব্দুস সামাদ (৩৫)। পরে তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, কুকুর নিধন কার্যক্রম বন্ধ থাকায় দিন দিন বেড়ে চলছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের পক্ষে আর কুকুর নিধন করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন কুকুর নিধন নিষিদ্ধ ঘোষণা করেন।