ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিশুদের প্রতি যন্তবান ও সচেতন হওয়ার আহ্বান অভিভাবকদের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • / ১৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযানমূলক গোল টেবিল বৈঠক
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযানমূলক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গার বিশ্বাস টাওয়ারে আত্মবিশ্বাসের সম্মেলনকক্ষে এ বৈঠকের আয়োজন করে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান (এনজিও) ডেমোক্রেটি ইন্টারন্যাশনাল, রূপান্তর ডেমোক্রেসি ওয়ার্ল্ড ও আত্মবিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্মবিশ্বাস-এর নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘একটা শিশু হাটতে পারছে না, কিন্তু তার পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক ওজনের বই। আমাদের সরকার কি জানে না যে, একটা শিশু কতটা ওজন বহন করতে পারবে। কিন্তু তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভারী কিছু, যা তার পক্ষে বহন করা কঠিন। আমাদের সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।’
বৈঠকে উন্মক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন রূপান্তর ডেমোক্রেটের প্রতিনিধি অসিম আনন্দ দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কু-ু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, আমরা মানুষের জন্য সংগঠনের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, শেফালী খাতুন, রাজনৈতিক ব্যক্তিত্ব লিটু বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, তালতলা হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার ময়না, গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় উঠে আসে নারী ও শিশু নির্যাতনের নানা কথা। সেই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় করণীয় মতামত। বক্তারা বলেন, ‘আমরা বাসা-বাড়িতে কাজের জন্য শিশুদের নিয়োজিত করি। বিভিন্ন শিল্প কলকারখানা ওয়ার্কশপে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। তারা তাদের শিক্ষা জীবনও হারিয়ে ফেলছে অগোচরে। আমাদের উচিৎ হারিয়ে যাওয়া ওই শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আর কোনো শিশুকে নির্যাতনের শিকার হতে দেব না। আমাদের সচেতন হতে হবে।’ তাঁরা আরও বলেন, ‘আজ আমাদের অভিভাবকদের মধ্যে এতটাই সচেতনতার অভাব যে, আমাদের বাড়ির একটা ছাগল হারিয়ে গেলে আমরা শহরজুড়ে মাইকিং করি, জি বাংলায় কোনো অনুষ্ঠান হলে সেটা দেখতে ভুলি না, কিন্তু আমার সন্তান সময় মতো বাড়ি ফিরল কিনা, সেটার খোঁজ রাখি না।’ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিশুদের প্রতি যন্তবান ও সচেতন হওয়ার আহ্বান অভিভাবকদের

আপলোড টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযানমূলক গোল টেবিল বৈঠক
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযানমূলক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গার বিশ্বাস টাওয়ারে আত্মবিশ্বাসের সম্মেলনকক্ষে এ বৈঠকের আয়োজন করে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান (এনজিও) ডেমোক্রেটি ইন্টারন্যাশনাল, রূপান্তর ডেমোক্রেসি ওয়ার্ল্ড ও আত্মবিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্মবিশ্বাস-এর নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘একটা শিশু হাটতে পারছে না, কিন্তু তার পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে অনেক ওজনের বই। আমাদের সরকার কি জানে না যে, একটা শিশু কতটা ওজন বহন করতে পারবে। কিন্তু তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভারী কিছু, যা তার পক্ষে বহন করা কঠিন। আমাদের সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।’
বৈঠকে উন্মক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন রূপান্তর ডেমোক্রেটের প্রতিনিধি অসিম আনন্দ দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কু-ু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, আমরা মানুষের জন্য সংগঠনের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, শেফালী খাতুন, রাজনৈতিক ব্যক্তিত্ব লিটু বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, তালতলা হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার ময়না, গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় উঠে আসে নারী ও শিশু নির্যাতনের নানা কথা। সেই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় করণীয় মতামত। বক্তারা বলেন, ‘আমরা বাসা-বাড়িতে কাজের জন্য শিশুদের নিয়োজিত করি। বিভিন্ন শিল্প কলকারখানা ওয়ার্কশপে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। তারা তাদের শিক্ষা জীবনও হারিয়ে ফেলছে অগোচরে। আমাদের উচিৎ হারিয়ে যাওয়া ওই শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আর কোনো শিশুকে নির্যাতনের শিকার হতে দেব না। আমাদের সচেতন হতে হবে।’ তাঁরা আরও বলেন, ‘আজ আমাদের অভিভাবকদের মধ্যে এতটাই সচেতনতার অভাব যে, আমাদের বাড়ির একটা ছাগল হারিয়ে গেলে আমরা শহরজুড়ে মাইকিং করি, জি বাংলায় কোনো অনুষ্ঠান হলে সেটা দেখতে ভুলি না, কিন্তু আমার সন্তান সময় মতো বাড়ি ফিরল কিনা, সেটার খোঁজ রাখি না।’ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম।