ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / ১১০ বার পড়া হয়েছে

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চুয়াডাঙ্গায় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে আমাদেরকে উন্নত হতে হবে। তোমরা যারা মেলায় বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেছ, এ জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরাই এক দিন এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ছোট ছোট চিন্তা-ভাবনাগুলোই এক দিন সফলতার মুখ দেখবে। সৃষ্টিকর্তা আমাদেরকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই বুদ্ধি খাটিয়েই কিন্তু আগামী দিনগুলিতে উন্নত প্রযুক্তি তৈরি করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এসব কথা বলেন। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইস এম শামীমুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহীন ও উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহামেদ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠের ১০ম শ্রেণির ছাত্র আশিকুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র জায়িফ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তামান্না জান্নাত পূরবী। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক রহমান, দ্বিতীয় সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী জেরিন তাসনিম এবং তৃতীয় স্থান অধিকার করে তেঁতুল শেখ কলেজের রিফা জামান ফাইরুজ। স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপে প্রথমস্থান তেঁতুল শেখ কলেজ, দ্বিতীয় স্থান সরকারি আদর্শ মহিলা কলেজ এবং তৃতীয় স্থান চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এছাড়াও ৫ম জাতীয় অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে

আপলোড টাইম : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে আমাদেরকে উন্নত হতে হবে। তোমরা যারা মেলায় বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেছ, এ জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরাই এক দিন এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের ছোট ছোট চিন্তা-ভাবনাগুলোই এক দিন সফলতার মুখ দেখবে। সৃষ্টিকর্তা আমাদেরকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই বুদ্ধি খাটিয়েই কিন্তু আগামী দিনগুলিতে উন্নত প্রযুক্তি তৈরি করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এসব কথা বলেন। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইস এম শামীমুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহীন ও উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহামেদ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠের ১০ম শ্রেণির ছাত্র আশিকুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র জায়িফ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তামান্না জান্নাত পূরবী। উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক রহমান, দ্বিতীয় সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী জেরিন তাসনিম এবং তৃতীয় স্থান অধিকার করে তেঁতুল শেখ কলেজের রিফা জামান ফাইরুজ। স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপে প্রথমস্থান তেঁতুল শেখ কলেজ, দ্বিতীয় স্থান সরকারি আদর্শ মহিলা কলেজ এবং তৃতীয় স্থান চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এছাড়াও ৫ম জাতীয় অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।