ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শাপলা পার্কসহ তিন জামায়েত নেতার বাড়িতে হামলা, আতঙ্ক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / ১৫৯ বার পড়া হয়েছে

পৌর নির্বাচনকে কেন্দ্র করেই হামলা- স্বতন্ত্র প্রার্থী আশকার, অভিযোগ অস্বীকার আ.লীগের
দর্শনা অফিস:
দর্শনায় শাপলা পার্কসহ জামায়াতের তিন নেতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শাপলা পার্কের বেশ কয়েকটি ইলেকট্রিক লাইট ভাঙচুর করে দুর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ডের জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, এ ঘটনা দর্শনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করেই ঘটেছে বলে অভিযোগ করেন পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আশকার আলী। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দর্শনা পৌর এলাকার শাপলা পার্কে ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বত্তরা পার্কের মূল গেট টপকিয়ে ভেতরে প্রবেশ করে পার্কের বিনোদনের কয়েকটি ব্যানার ও মূল্যবান ইলেকট্রিক লাইট ভাঙচুর করে। পরে দুর্বত্তরা পার্কের দ্বিতীয় গেট টপকানোর চেষ্টা করলে পার্কের দুটি কুকুরের দাপটে তারা পালিয়ে যায়।
শাপলা পার্কের মালিক জালাল উদ্দীন জানান, ‘রাত সাড়ে ৭টার দিকে পার্ক থেকে আমি বাড়ি আসি। কিছুক্ষণ পর পার্কের নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারি কে বা কারা পার্কের ভেতর প্রবেশ করে ভাঙচুর করেছে। পরে দর্শনা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
অপর দিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরে জামায়াত নেতা মাহাবুবুর রহমান টুকু, হাবিবুর রহমান হবি ও আমজাদ হোসেনের বাড়ির মূল গেটে দুর্বৃত্তরা হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগাজ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতি হয়নি। তবে এ ঘটনার পর জামায়াতের তিন নেতার পরিবারে মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, এই পৃথক ঘটনা দর্শনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করেই ঘটেছে বলে অভিযোগ করেন পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আশকার আলী। তিনি অভিযোগ করে বলেন, এ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-বিএনপি নেতা-কর্মীর বাড়ির গেটে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগাজ করেছে। আওয়ামী লীগ কর্মীদের প্রকাশ্যে হুমকি-ধামকিতে জামায়াতের হবি, আমজাদসহ অনেকে ইতোমধ্যে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এভাবে চললে নির্বাচনের দিন কী হবে মহান আল্লাহ জানেন।’
এ বিষয়ে দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফর বলেন, ‘ঘটনা আমি শুনেছি। আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা সকলেই গ্রামে মিলেমিশে বসবাস করি। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। আমার জানা মতে, দলের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। সামনে পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে নৌকার সুনিশ্চিত বিজয় বুঝতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা ষড়যন্ত্র ও নাশকতা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।’
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, শাপলা পার্কে দুর্বৃত্তদের হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার এক দল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে জামায়াত নেতাদের বাড়ির গেটে হামলার ঘটনায়ও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শাপলা পার্কসহ তিন জামায়েত নেতার বাড়িতে হামলা, আতঙ্ক!

আপলোড টাইম : ১০:২১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

পৌর নির্বাচনকে কেন্দ্র করেই হামলা- স্বতন্ত্র প্রার্থী আশকার, অভিযোগ অস্বীকার আ.লীগের
দর্শনা অফিস:
দর্শনায় শাপলা পার্কসহ জামায়াতের তিন নেতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শাপলা পার্কের বেশ কয়েকটি ইলেকট্রিক লাইট ভাঙচুর করে দুর্বত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ডের জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে, এ ঘটনা দর্শনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করেই ঘটেছে বলে অভিযোগ করেন পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আশকার আলী। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দর্শনা পৌর এলাকার শাপলা পার্কে ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বত্তরা পার্কের মূল গেট টপকিয়ে ভেতরে প্রবেশ করে পার্কের বিনোদনের কয়েকটি ব্যানার ও মূল্যবান ইলেকট্রিক লাইট ভাঙচুর করে। পরে দুর্বত্তরা পার্কের দ্বিতীয় গেট টপকানোর চেষ্টা করলে পার্কের দুটি কুকুরের দাপটে তারা পালিয়ে যায়।
শাপলা পার্কের মালিক জালাল উদ্দীন জানান, ‘রাত সাড়ে ৭টার দিকে পার্ক থেকে আমি বাড়ি আসি। কিছুক্ষণ পর পার্কের নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারি কে বা কারা পার্কের ভেতর প্রবেশ করে ভাঙচুর করেছে। পরে দর্শনা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
অপর দিকে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরে জামায়াত নেতা মাহাবুবুর রহমান টুকু, হাবিবুর রহমান হবি ও আমজাদ হোসেনের বাড়ির মূল গেটে দুর্বৃত্তরা হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগাজ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতি হয়নি। তবে এ ঘটনার পর জামায়াতের তিন নেতার পরিবারে মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, এই পৃথক ঘটনা দর্শনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করেই ঘটেছে বলে অভিযোগ করেন পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী আশকার আলী। তিনি অভিযোগ করে বলেন, এ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-বিএনপি নেতা-কর্মীর বাড়ির গেটে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগাজ করেছে। আওয়ামী লীগ কর্মীদের প্রকাশ্যে হুমকি-ধামকিতে জামায়াতের হবি, আমজাদসহ অনেকে ইতোমধ্যে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। এভাবে চললে নির্বাচনের দিন কী হবে মহান আল্লাহ জানেন।’
এ বিষয়ে দর্শনা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফর বলেন, ‘ঘটনা আমি শুনেছি। আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা সকলেই গ্রামে মিলেমিশে বসবাস করি। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। আমার জানা মতে, দলের কোনো নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। সামনে পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে নৌকার সুনিশ্চিত বিজয় বুঝতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য জামায়াত-বিএনপি নেতা-কর্মীরা ষড়যন্ত্র ও নাশকতা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।’
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, শাপলা পার্কে দুর্বৃত্তদের হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার এক দল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে জামায়াত নেতাদের বাড়ির গেটে হামলার ঘটনায়ও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।