ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শপথ নিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
শপথ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো। গত শনিবার বেলা দেড়টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে তিনি এ শপথবাক্য পাঠ করেন। আজ সোমবার তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্বভার বুঝে নিবেন। নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনোকে শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। এ সময় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অনান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, শপথবাক্য পাঠ করার পর চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো সংক্ষিপ্ত এক অনুভূতি জ্ঞাপন করে বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাগরিক সেবার মান বৃদ্ধি করতে আমি বদ্ধ পরিকর। এই ওয়ার্ডের অসমাপ্ত সকল কাজ আমি শেষ করব। সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমি অঙ্গিকারাবদ্ধ।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। এ নির্বাচনে ডালিম প্রতীকে মুনছুর আলী মনো ১ হাজার ৭৭৪ ভোটে বিজয়ী হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শপথ নিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো

আপলোড টাইম : ০৯:০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক:
শপথ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো। গত শনিবার বেলা দেড়টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে তিনি এ শপথবাক্য পাঠ করেন। আজ সোমবার তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্বভার বুঝে নিবেন। নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনোকে শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। এ সময় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অনান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, শপথবাক্য পাঠ করার পর চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মুনছুর আলী মনো সংক্ষিপ্ত এক অনুভূতি জ্ঞাপন করে বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাগরিক সেবার মান বৃদ্ধি করতে আমি বদ্ধ পরিকর। এই ওয়ার্ডের অসমাপ্ত সকল কাজ আমি শেষ করব। সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি করতে সরকারি উদ্যোগ বাস্তবায়নে আমি অঙ্গিকারাবদ্ধ।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। এ নির্বাচনে ডালিম প্রতীকে মুনছুর আলী মনো ১ হাজার ৭৭৪ ভোটে বিজয়ী হন।