ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শঙ্করচন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • / ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ১০ শয্যাবিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ এখানে সেবা নিতে আসবে। এখানে মূলত ডেলিভারি রোগীরা আসবেন। রোগীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে সঠিক সেবা দিতে হবে। দালালদের পাল্লায় পড়বেন না, তাদের থেকে সাবধান থাকতে হবে। এখানে যারা চাকরি করবেন, তাদেরকে মনে রাখতে হবে জনগণের টাকায় আপনাদের বেতন হয়। সে কারণে জনগণের সেবা দেওয়ায় আপনাদের মূল লক্ষ্য।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউর রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, সহকারী প্রকৌশলী রাজিব সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, ডা. বেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক জিএম জামিল সিদ্দিকসহ আরও অনেকে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২১ সালের ২৭ মে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ৩৩ শতক জমির ওপর ১০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান জীবননগরের জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনটি চালু হলে অত্র এলাকার উপকারভোগী মা ও শিশুদের সেবা পেতে আর কোনো সমস্যা থাকবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শঙ্করচন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ০৮:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ১০ শয্যাবিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ এখানে সেবা নিতে আসবে। এখানে মূলত ডেলিভারি রোগীরা আসবেন। রোগীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে সঠিক সেবা দিতে হবে। দালালদের পাল্লায় পড়বেন না, তাদের থেকে সাবধান থাকতে হবে। এখানে যারা চাকরি করবেন, তাদেরকে মনে রাখতে হবে জনগণের টাকায় আপনাদের বেতন হয়। সে কারণে জনগণের সেবা দেওয়ায় আপনাদের মূল লক্ষ্য।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউর রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, সহকারী প্রকৌশলী রাজিব সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, ডা. বেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক জিএম জামিল সিদ্দিকসহ আরও অনেকে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২১ সালের ২৭ মে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ৩৩ শতক জমির ওপর ১০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান জীবননগরের জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনটি চালু হলে অত্র এলাকার উপকারভোগী মা ও শিশুদের সেবা পেতে আর কোনো সমস্যা থাকবে না।