ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লেবাননকেও ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: বাহরাইনকে ১০ গোলে হারানোর পর আরেকটি বড় জয় পেলো বাংলাদেশ। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে শক্তিশালী লেবাননকে ৮-০ গোলে হারায় স্বাগতিকরা। আট গোলের জয়ের পরও তৃপ্ত নন বাংলাদেশের ফুটবলাররা। তৃপ্ত না হওয়ার কারণ আছে। সাজেদা, তহুরা, শামসুন্নাহার জুনিয়ররা যেভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে, সেগুলো কাজে লাগাতে পারলে ১২-০ গোলে জেতাটা অসম্ভব কিছু ছিল না। তিনজনের নামের পাশেই হ্যাটট্রিক থাকতে পারতো। তবে গোল তারা পেয়েছেন। সুযোগ নষ্ট করেও তিনজনই জোড়া গোল পেয়েছেন।একটি করে গোল করেছেন আনাই মোগিনি ও রোজিনা আকতার। এ জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল একই স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ছোটনের শিষ্যরা। আগামী রোববার গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। অথচ লেবাননের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হয়েছিল। কারণ নিজেদের প্রথম ম্যাচে যে বাহরাইনকে ১০-০ গোলে বাংলাদেশ হারিয়েছে, সেই বাহরাইনকেই লেবানন হারিয়েছিল ৮-০ গোলে। সংযুক্ত আরব আমিরাতকেও ৬-৩ গোলে হারিয়েছিল লেবানন। কিন্তু কিসের লড়াই! লেবানন একবারও মাথা তুলেই দাঁড়াতে পারেনি। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে বাকি তিনটি। একের পর এক সহজ গোল মিস করা সাজেদার গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটের সময় সাজেদার বাড়ানো বল থেকে ২-০ করে ফেলে তহুরা খাতুন। তিন মিনিট পরেই আবার তহুরার গোল। আঁখি খাতুনের এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকে দূরের পোস্ট দিয়ে ৩-০ করেন এই ফরোয়ার্ড। চার মিনিট পরেই যেন আগের গোলের পুনরাবৃত্তি। শুধু ফরোয়ার্ড তহুরার জায়গায় রাইটব্যাক আনাই মোগিনি। আঁখির এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করেই দূরের পোস্টে প্লেসিং। ৪০ মিনিটে আবারো নিচে থেকে গোল করিয়েছেন ডিফেন্ডার আঁখি। তার বাড়ানো বল থেকে ৫-০ করেন সাজেদা। ম্যাচের ৪৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোল ৬-০। ৬৩ মিনিটে ৭-০ করেন শামসুন্নাহারই। ৭০তম মিনিটে গোলমুখ থেকে ইলামনির শট ফেরান লেবানন গোলরক্ষক। পাঁচ মিনিট পর ইলামনির বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়িয়ে স্কোরলাইন ৮-০ করেন রোজিনা। ১২ মিনিট পরে ৮-০ করেছেন বদলি রোজিনা আক্তার। শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি সাজেদা। সুলতানার শট গোলরক্ষককে বোকা বানিয়ে গোললাইন পেরুনোর আগে ইলামনি পা ছোঁয়ালেও বল বাইরে দিয়ে যাওয়ায় ব্যবধান আর বাড়েনি। এদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাহারাইনকে ১৪-০ গোলে হারিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভিয়েতনাম। এর আগে সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়ে ছিল ৩-০ গোলে।ধ

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লেবাননকেও ৮ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

আপলোড টাইম : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: বাহরাইনকে ১০ গোলে হারানোর পর আরেকটি বড় জয় পেলো বাংলাদেশ। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে শক্তিশালী লেবাননকে ৮-০ গোলে হারায় স্বাগতিকরা। আট গোলের জয়ের পরও তৃপ্ত নন বাংলাদেশের ফুটবলাররা। তৃপ্ত না হওয়ার কারণ আছে। সাজেদা, তহুরা, শামসুন্নাহার জুনিয়ররা যেভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে, সেগুলো কাজে লাগাতে পারলে ১২-০ গোলে জেতাটা অসম্ভব কিছু ছিল না। তিনজনের নামের পাশেই হ্যাটট্রিক থাকতে পারতো। তবে গোল তারা পেয়েছেন। সুযোগ নষ্ট করেও তিনজনই জোড়া গোল পেয়েছেন।একটি করে গোল করেছেন আনাই মোগিনি ও রোজিনা আকতার। এ জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল একই স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ছোটনের শিষ্যরা। আগামী রোববার গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। অথচ লেবাননের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হয়েছিল। কারণ নিজেদের প্রথম ম্যাচে যে বাহরাইনকে ১০-০ গোলে বাংলাদেশ হারিয়েছে, সেই বাহরাইনকেই লেবানন হারিয়েছিল ৮-০ গোলে। সংযুক্ত আরব আমিরাতকেও ৬-৩ গোলে হারিয়েছিল লেবানন। কিন্তু কিসের লড়াই! লেবানন একবারও মাথা তুলেই দাঁড়াতে পারেনি। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে বাকি তিনটি। একের পর এক সহজ গোল মিস করা সাজেদার গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটের সময় সাজেদার বাড়ানো বল থেকে ২-০ করে ফেলে তহুরা খাতুন। তিন মিনিট পরেই আবার তহুরার গোল। আঁখি খাতুনের এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকে দূরের পোস্ট দিয়ে ৩-০ করেন এই ফরোয়ার্ড। চার মিনিট পরেই যেন আগের গোলের পুনরাবৃত্তি। শুধু ফরোয়ার্ড তহুরার জায়গায় রাইটব্যাক আনাই মোগিনি। আঁখির এরিয়াল থ্রু নিয়ন্ত্রণে নিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করেই দূরের পোস্টে প্লেসিং। ৪০ মিনিটে আবারো নিচে থেকে গোল করিয়েছেন ডিফেন্ডার আঁখি। তার বাড়ানো বল থেকে ৫-০ করেন সাজেদা। ম্যাচের ৪৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোল ৬-০। ৬৩ মিনিটে ৭-০ করেন শামসুন্নাহারই। ৭০তম মিনিটে গোলমুখ থেকে ইলামনির শট ফেরান লেবানন গোলরক্ষক। পাঁচ মিনিট পর ইলামনির বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়িয়ে স্কোরলাইন ৮-০ করেন রোজিনা। ১২ মিনিট পরে ৮-০ করেছেন বদলি রোজিনা আক্তার। শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি সাজেদা। সুলতানার শট গোলরক্ষককে বোকা বানিয়ে গোললাইন পেরুনোর আগে ইলামনি পা ছোঁয়ালেও বল বাইরে দিয়ে যাওয়ায় ব্যবধান আর বাড়েনি। এদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাহারাইনকে ১৪-০ গোলে হারিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভিয়েতনাম। এর আগে সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়ে ছিল ৩-০ গোলে।ধ