ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লিগ্যাল এইডের সহযোগিতা নিলে বিনা খরচে বিচার মেলে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • / ৬৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, এড. মুহা. শামসুজ্জোহা-পিপি ও মোল্লা আব্দুর রশীদ-জিপি। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সিনিয়ার সহকারি জজ (সদর) সাজেদুর রহমান। অনুষ্ঠানে এড. আব্দুল্লা আল মামুন এরশাদকে লিগ্যাল এইডের শ্রেষ্ঠ আইনজীবীর পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষা, ইভটিজিং ও বাল্যবিয়ের শিকার যারা হয়, তারা অসহায়। তাদেরকে সহায়তা দিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যেনো জানে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমিও জানতাম এখানের টাকা ফেরত যায়। আমি রেফার করলে ক্লাইন্ট যেন আস্থা পাই। মামলার প্রতিটি দিন যেন কার্যকর হয়। কোন ক্লাইন্টকে বিনা কারণে ফিরে যেতে না হই সেদিকে খেয়াল রাখতে হবে। বিনা খরচে মামলা চালানোর জন্য সব মানুষকে জানাতে পারলে দিবসের সার্থকতা মিলবে। সকলকে জানাতে হবে লিগ্যাল এইডের সহযোগিতা নিলে বিনা খরচে বিচার মেলে।’
আলোচনা সভার সভাপতি জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, ‘কোথাও যদি অবিচার হয়, তাহলে সব জায়গায় অবিচার হয়। একে রুখতে হবে। তবেই সভ্যতা বলা হবে। আদালতে আসাটা এখন বিলাসিতা নয়। আপনি নির্যাতিত হচ্ছেন, সম্পত্তির ভাগ পাচ্ছেন না। এজন্য আইনগত সহায়তা দেয়া হবে। আইনজীবীকে সরকারিভাবে সম্মানজনক ফি দেয়া হয়। সেই আইনজীবী যদি ফি বেশি চাই তাহলে তাকে বাদ দিয়ে অন্য সিনিয়র আইনজীবী নিয়োগ দেয়া হবে। সরকারের এ সাফল্য গ্রাম থেকে গ্রাম্যন্তরে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার দেশ প্রতিষ্ঠা করতে পারবো যখন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো।’
লিগ্যাল এইড দিবস উপলক্ষে আদালত চত্বরে ছয়টি স্টল দেয়া হয়। স্টলগুলো হলো- জেলা লিগ্যাল এইড কমিটির স্টল, ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চা, জেলা কারাগার, স্বাস্থ্য বিভাগ এবং মানবতা ফাউন্ডেশন।
এ সময় জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বিচারকবৃন্দকে সাথে নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় বারের সভাপতি-সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এরআগে সকাল ৭টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও জামান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
লিগ্যাল এইড দিবস উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, কৌতুক ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ এর সহধর্মিণী দিলরুবা আক্তার রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। গান পরিবেশন করেন এড. আলমগীর হোসেন, আ.স.ম. আব্দুর রউফ, শামীম রেজা ডালিম, মোসলেম উদ্দিন (২)। কবিতা আবৃত্তি করেন এড. বজলুর রহমান ও শাহজাহান আলী (২) । কৌতুক পরিবেশন করেন এড. তসলিম উদ্দিন ফিরোজ ও প্রশাসনিক কর্মকর্তা মতিউল ইসলাম। গান পরিবেশন করেন বেতার শিল্পী ইকবাল মাহমুদ, বেলী মাহমুদ ও গোলাম রসুল, শিল্পী আব্দুল হামিদ, দিপা, দিশা ও হিরু।
লিগ্যাল এইড দিবসের অনুষ্ঠানে জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনজীবী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের জীবননগর অফিস জানিয়েছে, ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে জীবননগরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, যুব উন্নয়ন অফিসার হাসানুল আজিজ, জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.আর বাবু, জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।


মেহেরপুর অফিস জানিয়েছে, ‘উন্নয়ন আর আইনের শাসনের এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে মেহেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ গাজী রহমান নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহা. গাজী রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা জজ মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জিপি শাজাহান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শফিকুল আলম প্রমূখ।
সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল অফিসার আবু খান শাহীন কনক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজা, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্যানেল আইনজীবী গোলাম আজম, ব্রাক প্রতিনিধি মোশাররফ হোসেন, এনজিও প্রতিনিধি রেহেনা পারভীন প্রমূখ। পরে সেরা প্যানেল আইনজীবী হিসেবে এড. গোলাম মোস্তফা ও এড. সাথী বোস’র হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে জেলার আইনজীবী, বিচারক, সাংবাদিক ও জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেম, ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ স্লোগানে জেলা লিগ্যাল এইড দিবসটি পালন করে। এ উপলক্ষ্যে সকালে আদালত চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নবাবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল-রাজি, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এস.এম মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু, জিপি এড. সুবীর সোমাদ্দার, পিপি ইসমাইল হোসেন, বিচারপ্রার্থী হাসিয়া খাতুন ও মুসলিমা খাতুন। পরে আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লিগ্যাল এইডের সহযোগিতা নিলে বিনা খরচে বিচার মেলে

আপলোড টাইম : ০৬:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপযাপন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফ, এড. মুহা. শামসুজ্জোহা-পিপি ও মোল্লা আব্দুর রশীদ-জিপি। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সিনিয়ার সহকারি জজ (সদর) সাজেদুর রহমান। অনুষ্ঠানে এড. আব্দুল্লা আল মামুন এরশাদকে লিগ্যাল এইডের শ্রেষ্ঠ আইনজীবীর পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষা, ইভটিজিং ও বাল্যবিয়ের শিকার যারা হয়, তারা অসহায়। তাদেরকে সহায়তা দিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যেনো জানে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমিও জানতাম এখানের টাকা ফেরত যায়। আমি রেফার করলে ক্লাইন্ট যেন আস্থা পাই। মামলার প্রতিটি দিন যেন কার্যকর হয়। কোন ক্লাইন্টকে বিনা কারণে ফিরে যেতে না হই সেদিকে খেয়াল রাখতে হবে। বিনা খরচে মামলা চালানোর জন্য সব মানুষকে জানাতে পারলে দিবসের সার্থকতা মিলবে। সকলকে জানাতে হবে লিগ্যাল এইডের সহযোগিতা নিলে বিনা খরচে বিচার মেলে।’
আলোচনা সভার সভাপতি জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, ‘কোথাও যদি অবিচার হয়, তাহলে সব জায়গায় অবিচার হয়। একে রুখতে হবে। তবেই সভ্যতা বলা হবে। আদালতে আসাটা এখন বিলাসিতা নয়। আপনি নির্যাতিত হচ্ছেন, সম্পত্তির ভাগ পাচ্ছেন না। এজন্য আইনগত সহায়তা দেয়া হবে। আইনজীবীকে সরকারিভাবে সম্মানজনক ফি দেয়া হয়। সেই আইনজীবী যদি ফি বেশি চাই তাহলে তাকে বাদ দিয়ে অন্য সিনিয়র আইনজীবী নিয়োগ দেয়া হবে। সরকারের এ সাফল্য গ্রাম থেকে গ্রাম্যন্তরে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার দেশ প্রতিষ্ঠা করতে পারবো যখন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো।’
লিগ্যাল এইড দিবস উপলক্ষে আদালত চত্বরে ছয়টি স্টল দেয়া হয়। স্টলগুলো হলো- জেলা লিগ্যাল এইড কমিটির স্টল, ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চা, জেলা কারাগার, স্বাস্থ্য বিভাগ এবং মানবতা ফাউন্ডেশন।
এ সময় জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বিচারকবৃন্দকে সাথে নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় বারের সভাপতি-সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এরআগে সকাল ৭টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও জামান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
লিগ্যাল এইড দিবস উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, কৌতুক ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ এর সহধর্মিণী দিলরুবা আক্তার রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। গান পরিবেশন করেন এড. আলমগীর হোসেন, আ.স.ম. আব্দুর রউফ, শামীম রেজা ডালিম, মোসলেম উদ্দিন (২)। কবিতা আবৃত্তি করেন এড. বজলুর রহমান ও শাহজাহান আলী (২) । কৌতুক পরিবেশন করেন এড. তসলিম উদ্দিন ফিরোজ ও প্রশাসনিক কর্মকর্তা মতিউল ইসলাম। গান পরিবেশন করেন বেতার শিল্পী ইকবাল মাহমুদ, বেলী মাহমুদ ও গোলাম রসুল, শিল্পী আব্দুল হামিদ, দিপা, দিশা ও হিরু।
লিগ্যাল এইড দিবসের অনুষ্ঠানে জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনজীবী, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের জীবননগর অফিস জানিয়েছে, ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে জীবননগরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, যুব উন্নয়ন অফিসার হাসানুল আজিজ, জীবননগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.আর বাবু, জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।


মেহেরপুর অফিস জানিয়েছে, ‘উন্নয়ন আর আইনের শাসনের এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানে মেহেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ গাজী রহমান নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহা. গাজী রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা জজ মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জিপি শাজাহান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শফিকুল আলম প্রমূখ।
সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল অফিসার আবু খান শাহীন কনক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজা, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্যানেল আইনজীবী গোলাম আজম, ব্রাক প্রতিনিধি মোশাররফ হোসেন, এনজিও প্রতিনিধি রেহেনা পারভীন প্রমূখ। পরে সেরা প্যানেল আইনজীবী হিসেবে এড. গোলাম মোস্তফা ও এড. সাথী বোস’র হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে জেলার আইনজীবী, বিচারক, সাংবাদিক ও জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেম, ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ স্লোগানে জেলা লিগ্যাল এইড দিবসটি পালন করে। এ উপলক্ষ্যে সকালে আদালত চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নবাবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল-রাজি, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এস.এম মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু, জিপি এড. সুবীর সোমাদ্দার, পিপি ইসমাইল হোসেন, বিচারপ্রার্থী হাসিয়া খাতুন ও মুসলিমা খাতুন। পরে আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।