ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লাঠিপেটায় দুই সাংবাদিক আহত এএসআই প্রত্যাহার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

journalist-assult-in-bd_37803_1485425378

সমীকরণ ডেস্ক: তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম। এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটিএন নিউজের কর্মীরা জানিয়েছেন, শাহবাগ মোড়ে পুলিশ বাহিনীর সদস্যরা তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা সংবাদের জন্য ছবি ও ভিডিও নেয়ার চেষ্টা করলে পুলিশ অতর্কিত ওই হামলা চালায়। এটিএন নিউজের কর্মীরা আরও জানান, পুলিশ প্রথমে ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবেদক কাজী এহসান তাকে উদ্ধার করতে গেলে পুলিশ বাহিনীর সদস্যরা দুইজনকেই মাটিতে ফেলে লাথি মারে ও লাঠি দিয়ে পেটায়। ভিডিও ফুটেজ ও আলোকচিত্র দেখে সাংবাদিকরা হামলার সঙ্গে জড়িত ১৫ জন পুলিশকে চিহ্নিত করেছেন। এটিএন নিউজের বার্তা সম্পাদক সারওয়ার হোসেন বলেন, পুলিশের হামলায় প্রতিবেদক দিদার ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। ক্যামেরাপারসন আবদুল আলিমের চোখের ওপরের অংশ কেটে গেছে। তার সঙ্গে থাকা ভিডিও ক্যামেরা ভেঙে গেছে। দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এটিএন নিউজের উপ-ব্যবস্থাপক মোশাররফ আলম সিদ্দিকী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় শাহবাগ থানার এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লাঠিপেটায় দুই সাংবাদিক আহত এএসআই প্রত্যাহার

আপলোড টাইম : ০৩:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭

journalist-assult-in-bd_37803_1485425378

সমীকরণ ডেস্ক: তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল কর্মসূচিতে সংবাদ সংগ্রহের সময় পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম। এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটিএন নিউজের কর্মীরা জানিয়েছেন, শাহবাগ মোড়ে পুলিশ বাহিনীর সদস্যরা তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা সংবাদের জন্য ছবি ও ভিডিও নেয়ার চেষ্টা করলে পুলিশ অতর্কিত ওই হামলা চালায়। এটিএন নিউজের কর্মীরা আরও জানান, পুলিশ প্রথমে ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবেদক কাজী এহসান তাকে উদ্ধার করতে গেলে পুলিশ বাহিনীর সদস্যরা দুইজনকেই মাটিতে ফেলে লাথি মারে ও লাঠি দিয়ে পেটায়। ভিডিও ফুটেজ ও আলোকচিত্র দেখে সাংবাদিকরা হামলার সঙ্গে জড়িত ১৫ জন পুলিশকে চিহ্নিত করেছেন। এটিএন নিউজের বার্তা সম্পাদক সারওয়ার হোসেন বলেন, পুলিশের হামলায় প্রতিবেদক দিদার ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। ক্যামেরাপারসন আবদুল আলিমের চোখের ওপরের অংশ কেটে গেছে। তার সঙ্গে থাকা ভিডিও ক্যামেরা ভেঙে গেছে। দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এটিএন নিউজের উপ-ব্যবস্থাপক মোশাররফ আলম সিদ্দিকী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় শাহবাগ থানার এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।