ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যালি-মানববন্ধন : বিতর্ক ও রচনা প্রতিযোগিতা : শপথ পাঠ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • / ৫৮২ বার পড়া হয়েছে

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে
নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। সপ্তাহব্যাপী আয়োজনের ৬ষ্ঠ দিনে গতকাল শনিবার সকাল ১০টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে। এতে অংশ নেয় জেলার চার উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষার্থী। এরআগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক’র (কুষ্টিয়া) উপ-পরিচালক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, কোষাধ্যক্ষ রাশেদা হাসনু আরা, সদস্য এ্যাড. নওশের আলীসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য নুঝাত পারভীন।
মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক র‌্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’। মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আল্হাজ্ব আবদুল হাই, সেক্রেটারি এম বাকের আলী, সদস্য হাসমতুল্লাহ, সহ-সদস্য ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ‘দুর্নীতির কারণ ও তার প্রতিকার’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও শপথ বাক্য পাঠ করা হয়েছে। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য হাফিজুর রহমান ও ডা: রেজা সেকেন্দার মানববন্ধন কর্মসুচি শেসে এক সমাবেশে বক্তব্য রাখেন। কর্মসুচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

র‌্যালি-মানববন্ধন : বিতর্ক ও রচনা প্রতিযোগিতা : শপথ পাঠ

আপলোড টাইম : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে
নিজস্ব প্রতিবেদক: ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। সপ্তাহব্যাপী আয়োজনের ৬ষ্ঠ দিনে গতকাল শনিবার সকাল ১০টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে। এতে অংশ নেয় জেলার চার উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষার্থী। এরআগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক’র (কুষ্টিয়া) উপ-পরিচালক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, কোষাধ্যক্ষ রাশেদা হাসনু আরা, সদস্য এ্যাড. নওশের আলীসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য নুঝাত পারভীন।
মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক র‌্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’। মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আল্হাজ্ব আবদুল হাই, সেক্রেটারি এম বাকের আলী, সদস্য হাসমতুল্লাহ, সহ-সদস্য ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ‘দুর্নীতির কারণ ও তার প্রতিকার’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও শপথ বাক্য পাঠ করা হয়েছে। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য হাফিজুর রহমান ও ডা: রেজা সেকেন্দার মানববন্ধন কর্মসুচি শেসে এক সমাবেশে বক্তব্য রাখেন। কর্মসুচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।