ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা সই ১১ এপ্রিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করতে যাচ্ছে বাংলাদেশ। নিজ বাসভূম রাখাইনে ফেরত পাঠাতে সম্পৃক্ততার জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসি) সঙ্গে আগামী ১১ এপ্রিল (বুধবার) এ এমওইউ সই হবে। গতকাল বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একজন কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১০ এপ্রিল তিনদিনের সফরে জেনেভায় যাচ্ছেন। সেখানে জাতিসংঘের কার্যালয়ে এ সমঝোতা সই হবে। পররাষ্ট্র সচিব জানান, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ ছাড়িয়েছে। এই সমঝোতা সই হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ। গত বছরের ২৪ আগস্ট তল্লাশি চৌকিতে হামলা চালানোকে কেন্দ্র করে রাখাইনে দমন-পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মগরাও।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোহিঙ্গা ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা সই ১১ এপ্রিল

আপলোড টাইম : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮

সমীকরণ ডেস্ক: আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করতে যাচ্ছে বাংলাদেশ। নিজ বাসভূম রাখাইনে ফেরত পাঠাতে সম্পৃক্ততার জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসি) সঙ্গে আগামী ১১ এপ্রিল (বুধবার) এ এমওইউ সই হবে। গতকাল বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একজন কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১০ এপ্রিল তিনদিনের সফরে জেনেভায় যাচ্ছেন। সেখানে জাতিসংঘের কার্যালয়ে এ সমঝোতা সই হবে। পররাষ্ট্র সচিব জানান, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ ছাড়িয়েছে। এই সমঝোতা সই হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ। গত বছরের ২৪ আগস্ট তল্লাশি চৌকিতে হামলা চালানোকে কেন্দ্র করে রাখাইনে দমন-পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মগরাও।