ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোনালদোকে পেয়ে ইতিহাস গড়ছে জুভেন্টাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • / ৩১৭ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড গড়ে দলে টেনেছে জুভেন্টাস। ইচ্ছে ঘরোয়া লিগের রাজত্ব ইউরোপেও টেনে আনা। তার মানে কিন্তু এ নয় যে, সিরি ‘আ’তে হাত পা গুটিয়ে বসে থাকবেন রোনালদো। সেখানেও নিজের রাজত্ব পাট বসিয়েছেন রোনালদো। লিগে দলীয় সর্বোচ্চ ৮ গোল এই ফরোয়ার্ডের। আর রোনালদোর এমন ফর্মে ইতালিয়ান লিগে নতুন রেকর্ড গড়েছে জুভেন্টাস। গতকাল এসি মিলানের বিপক্ষে মহারণে নেমেছিল জুভেন্টাস। কিন্তু ইতালিয়ান লিগের এক সময়কার এই মহারণ এখন যে শুধুই কাগজে-কলমে সেটা বুঝিয়ে দিতে দেরি করেনি জুভেন্টাস। শুরুতে মারিও মানজুকিচ ও শেষ দিকে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে অনায়াস জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। এ মৌসুমে তাই লিগে এখনো অপরাজিত তারা। ১২ লিগ ম্যাচে মাত্র একবারই হয় পায়নি দলটি। জেনোয়ার বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। বাকি ১১ ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট পেয়েছে দলটি। এতেই হয়েছে রেকর্ড। ১২ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট পেয়েছে রোনালদোর নতুন দল। সিরি ‘আ’তে লিগের প্রথম ১২ ম্যাচে এত পয়েন্ট পাওয়ার রেকর্ড নেই। গত সাতবার চ্যাম্পিয়ন হলেও লিগে এত ভালো শুরু করতে পারেনি জুভেন্টাস। তুরিনের বুড়িদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সেরাটা দিয়েও লিগ টেবিলের শীর্ষে আসতে পারছে না নাপোলি। ডিয়েগো ম্যারাডোনার সাবেক দল ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। মিলান ম্যাচটি জুভেন্টাসকে আরও একটি বিষয়ে আশ্বস্ত করেছে। মিলানের পক্ষে এ দিন গোল করার দায়িত্বে ছিলেন গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাস থেকে ধারে মিলানে খেলছেন হিগুয়েইন। রোনালদোর আবির্ভাব, আর সে সঙ্গে দলে পাওলো ডিবালা ও মানজুকিচের উপস্থিতিতে হিগুয়েইনকে প্রয়োজনীয় মনে হয়নি জুভেন্টাসের। ম্যাচে মিলানকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন হিগুয়েইন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি, আবার ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। দল বদলে নেওয়া সিদ্ধান্তটা জুভেন্টাসের যথার্থ বলেই মনে হয়েছে কাল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোনালদোকে পেয়ে ইতিহাস গড়ছে জুভেন্টাস

আপলোড টাইম : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড গড়ে দলে টেনেছে জুভেন্টাস। ইচ্ছে ঘরোয়া লিগের রাজত্ব ইউরোপেও টেনে আনা। তার মানে কিন্তু এ নয় যে, সিরি ‘আ’তে হাত পা গুটিয়ে বসে থাকবেন রোনালদো। সেখানেও নিজের রাজত্ব পাট বসিয়েছেন রোনালদো। লিগে দলীয় সর্বোচ্চ ৮ গোল এই ফরোয়ার্ডের। আর রোনালদোর এমন ফর্মে ইতালিয়ান লিগে নতুন রেকর্ড গড়েছে জুভেন্টাস। গতকাল এসি মিলানের বিপক্ষে মহারণে নেমেছিল জুভেন্টাস। কিন্তু ইতালিয়ান লিগের এক সময়কার এই মহারণ এখন যে শুধুই কাগজে-কলমে সেটা বুঝিয়ে দিতে দেরি করেনি জুভেন্টাস। শুরুতে মারিও মানজুকিচ ও শেষ দিকে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে অনায়াস জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। এ মৌসুমে তাই লিগে এখনো অপরাজিত তারা। ১২ লিগ ম্যাচে মাত্র একবারই হয় পায়নি দলটি। জেনোয়ার বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। বাকি ১১ ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট পেয়েছে দলটি। এতেই হয়েছে রেকর্ড। ১২ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট পেয়েছে রোনালদোর নতুন দল। সিরি ‘আ’তে লিগের প্রথম ১২ ম্যাচে এত পয়েন্ট পাওয়ার রেকর্ড নেই। গত সাতবার চ্যাম্পিয়ন হলেও লিগে এত ভালো শুরু করতে পারেনি জুভেন্টাস। তুরিনের বুড়িদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সেরাটা দিয়েও লিগ টেবিলের শীর্ষে আসতে পারছে না নাপোলি। ডিয়েগো ম্যারাডোনার সাবেক দল ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। মিলান ম্যাচটি জুভেন্টাসকে আরও একটি বিষয়ে আশ্বস্ত করেছে। মিলানের পক্ষে এ দিন গোল করার দায়িত্বে ছিলেন গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাস থেকে ধারে মিলানে খেলছেন হিগুয়েইন। রোনালদোর আবির্ভাব, আর সে সঙ্গে দলে পাওলো ডিবালা ও মানজুকিচের উপস্থিতিতে হিগুয়েইনকে প্রয়োজনীয় মনে হয়নি জুভেন্টাসের। ম্যাচে মিলানকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন হিগুয়েইন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি, আবার ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। দল বদলে নেওয়া সিদ্ধান্তটা জুভেন্টাসের যথার্থ বলেই মনে হয়েছে কাল।