ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • / ২০৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি হাসান ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাজমুল হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেপ্তার ছাড়া অন্য কোনো আসামির নাম-তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না। তবে মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি। বাকীদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারবো বলে জানান তিনি। বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। এদিকে ঘটনার পর বুধবার রাতে নৃশংস এ হত্যাকা-ে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আপলোড টাইম : ১০:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি হাসান ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাজমুল হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, গ্রেপ্তার ছাড়া অন্য কোনো আসামির নাম-তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না। তবে মামলায় এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি। বাকীদেরও দ্রুত গ্রেপ্তার করতে পারবো বলে জানান তিনি। বুধবার সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। এদিকে ঘটনার পর বুধবার রাতে নৃশংস এ হত্যাকা-ে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।