ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

কৌশল নিয়ে রাখঢাক
ডেস্ক রিপোর্ট: চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের যে সাংবিধানিক বাধ্যবাধকতা, তার নির্বাচনী ক্ষণ-গণনা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার ৩০ অক্টোবর থেকে। কারণ ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। ৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। মধ্য ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে আনুষঙ্গিক প্রস্তুতিও প্রায় চূড়ান্ত সরকার ও ইসির। ফলে সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর ওপর। আগ্রহ দলগুলোর রাজনৈতিক প্রস্তুতির দিকে।
এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো মুখে নির্বাচনী নানা রাজনৈতিক প্রস্তুতির কথা বলছে। গোপনে আনুষঙ্গিক প্রস্তুতি চূড়ান্ত করার কথাও শোনা যাচ্ছে। কিন্তু ঠিক কোন কৌশলে ও কী ধরনের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দলগুলো, তা অস্পষ্টই থেকে যাচ্ছে। বিশেষ করে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কৌশল ও প্রস্তুতি কী, তা জানা যাচ্ছে না। এক ধরনের অস্পষ্টতা রয়েছে জোটগত নির্বাচনী রাজনৈতিক প্রস্তুতির ক্ষেত্রেও। এর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহের উদ্রেক করেছে সম্প্রতি মাঠে নামা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নির্বাচনের ব্যাপারে এই দুই জোট শেষ পর্যন্ত কি ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়, তা স্পষ্ট করে বলতে পারছে না কেউই। পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটও ঠিক কোন কৌশল নিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে, বোঝা যাচ্ছে না তাও। এ ছাড়া ভোটে কারা মিত্র হিসেবে থাকবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি রাজনৈতিক দল ও জোটগুলো। সম্ভাব্য মিত্রদের কেউ কেউ আবার বিরোধী রাজনৈতিক জোটের গতিবিধি দেখে এবং পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান প্রকাশ করতে চায়।
রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা জানান, রাজনীতির উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দলগুলো নির্বাচনী কৌশলের ক্ষেত্রে এক ধরনের গোপনতা রক্ষা করছে। এ বছরের শুরু এবং মাঝামাঝিতেও এক ধরনের স্পষ্টতা লক্ষ করা গেলেও সম্প্রতি সেখানে বিশ্বাস-অবিশ্বাস বেড়েছে। নির্বাচনী রাজনীতির প্রশ্নে কেউ কাউকে আর আস্থায় নিতে পারছে না। বিশেষ করে বিএনপিকে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ও জোটটির রাজনীতির মাঠে নামার পর থেকেই নির্বাচনী রাজনৈতিক প্রস্তুতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অস্পষ্টতা বেড়েছে। এখন আর কোনো দলই তার কৌশলের কথা প্রচার করতে নারাজ। কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে, ঠিক কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে যাচ্ছে দলগুলো, তা নীতি নির্ধারকদের কয়েকজন ছাড়া দলের আর কাউকেই জানতে দেওয়া হচ্ছে না। ফলে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী রাজনীতি মোকাবিলায় প্রণীত কৌশল নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনীতিতে।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী কৌশল প্রত্যেক দলের স্বতন্ত্র ব্যাপার। সেটা প্রকাশ হোক তা কেউই চায় না। তবে ক্ষমতাসীন দল হিসেবে আমরা বলতে পারি যে, সরকার অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন করতে চায়। প্রধানমন্ত্রী ও আমাদের দলের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এবার নির্বাচন করা হবে। কেউ ঠেকাতে পারবে না। সুতরাং, সময়মতো নির্বাচন হবে, এ নিয়ে আর কোনো দ্বিধা নেই। নির্বাচনকে ঘিরে যেসব অমীমাংসিত ইস্যু, সেগুলোর সমাধান কীভাবে হবে- জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো কিছুই অমীমাংসিত নয়। সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে। ওই সময়ের সরকার কমিশনকে নির্বাচনে সহযোগিতা করবে মাত্র। সুতরাং, সংবিধানের মধ্যে থেকেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। সেখানে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ‘তবে কেউ যদি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে, তাদের প্রতিহত করা হবে’- উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, কোনো ষড়যন্ত্রের কাছেই আওয়ামী লীগ মাথা নত করবে না। সময়মতো নির্বাচন হবে। যারা সংশয়ে রয়েছে নির্বাচন নিয়ে, শেষপর্যন্ত তাদেরও নির্বাচনে অংশ নিতে হবে। সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে।
তবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির লক্ষ্য নির্বাচন। আর সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই আন্দোলন। কিন্তু সরকার আমাদের সভা-সমাবেশ আটকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। আমরাও ধৈর্যের পরীক্ষায় আছি। সময়মতো সব কিছুর জবাব দেওয়া হবে।
আর জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধান প্রণেতা হিসেবে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ আরো সহজতর হবে বলে মনে করি। গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম উপাদান হচ্ছে সহনশীলতা, যেটি গত কয়েক বছরে বিএনপি প্রচুর পরিমাণে দেখিয়েছে। এখন সরকারি দলকেও এই চর্চার প্রমাণ দিতে হবে, নতুবা রাজনীতিতে সহিংসতা দেখা দেবে। এখানে কৌশলের কিছু নেই। আমরা এ কথাগুলোই বলতে চাই। বাস্তবায়ন করতে চাই।
আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক দলের সূত্রগুলো বলছে, সরকার ও ক্ষমতাসীনদের কাছে বেশকিছু বিষয় এখনো অস্পষ্ট। এর মধ্যে বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে অংশ নেবে কি না এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মিশে নির্বাচনী দাবি আদায়ে আন্দোলন কোন পর্যায়ে নিতে পারে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী, নির্বাচনী রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে। তবে সরকার ও আওয়ামী লীগ এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিসহ সরকারবিরোধীদের ওপর সতর্ক নজর রাখছে। নির্বাচন প্রশ্নে ঠিক কোন ধরনের কৌশল নেবে ক্ষমতাসীনরা এবং এখনই বা কোন কৌশলে এগোবে, তা প্রকাশ করতে চাইছে না। কারণ বিরোধীদের এক ধরনের চাপে রাখতে চায় ক্ষমতাসীনরা।
সূত্রগুলো আরো বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সবকিছু স্পষ্ট হতে পারে। এ জন্য মধ্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দল ও এইচ এম এরশাদের জাতীয় পার্টি ছাড়াও এক ডজনের বেশি দল ও জোটের সঙ্গে নির্বাচনী ঐক্য করার আলোচনা চলছে। ওই দলগুলো ভেতরে ভেতরে নিজেদের চাহিদা বলছে, দরকষাকষি করছে, আশ্বাস দিয়েছে। কিন্তু এখনই প্রকাশ্যে ঘোষণা দিতে চাইছে না। এ জন্য রাজনৈতিক কৌশল চূড়ান্ত করতে পারছে না সরকারি জোট। বিশেষ করে বিএনপির ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক প্রস্তুতির ওপর নির্ভর করছে ক্ষমতাসীনদের নির্বাচনী কৌশল- জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তাদের মতে, এসব কারণে ঘোষণা দিয়েও নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া অনেকটা আটকে আছে। এর আগে অক্টোবরের তৃতীয় সপ্তাহে মন্ত্রিসভার সদস্যসংখ্যা কমিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের ভাবনা ছিল সরকারের। কিন্তু এখন ঠিক কবে নাগাদ ও কী ধরনের নির্বাচনকালীন সরকার গঠন হবে, তা পরিষ্কার করছে না আওয়ামী লীগ। বিশেষ করে সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের যে দাবি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের, সেক্ষেত্রে তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েই নির্বাচনকালীন সরকারে যেতে চায় সরকার।
আবার নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক ধরনের রাখঢাক করছে নির্বাচন কমিশনও। সংবিধান অনুযায়ী, সংসদ না ভাঙলে ৩১ অক্টোবর থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সে অনুযায়ী, গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ‘৩০ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা বা কাউন্ট ডাউন শুরু হবে’ বলে জানালেও ঠিক কবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে এবং কবে ভোটগ্রহণ, সে ব্যাপারে কিছু জানাননি। তিনি বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে নির্বাচন কমিশন (ইসি) অনুমোদন করলে নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা সম্ভব হতে পারে। তবে ইসি সূত্রগুলো জানায়, নির্বাচনের কারিগরি প্রস্তুতি ৮০ ভাগ শেষ হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম ইসি হাতে পাবে। কিন্তু নির্বাচনে ইভি? এম ব্যবহার, সেনা মোতায়েনসহ রাজনৈতিকভাবে আলোচিত ইস্যুগুলোর ব্যাপারে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। এর বাইরে নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসির সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো নিয়েও তারা নিশ্চুপ।
অন্যদিকে, নানা ধরনের চাপ ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মুখে এখন বিএনপি। তা সত্ত্বেও দলটি উদ্ভূত যেকোনো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার কৌশল নিয়েছে বলে জানান দলের নীতিনির্ধারকরা। তাদের মতে, দলের লক্ষ্য একটাই নির্বাচনে অংশগ্রহণ। সে কারণে অন্য কোনো ইস্যুতে নতুন করে বিপদে পড়ে এমন কোনো কর্মসূচি বা আন্দোলনে যাবে না দলটি। তবে এসব ব্যাপারে প্রতিপক্ষকে বুঝতে দিতেও নারাজ দলের নীতিনির্ধারকরা।
দলের নীতিনির্ধারকরা জানান, দলের কৌশল হলো আন্দোলন হবে নির্বাচনকেন্দ্রিক। তবে কী ধরনের কৌশল তা প্রকাশ করা হবে না। কারণ শুধু প্রতিপক্ষই নয়, দলের ভেতর-বাইরে এবং এখন দুটি জোট হওয়ায় নানা ধরনের অসুবিধার মধ্যে আছে দলটি। ঠিক কাউকে সেইভাবে বিশ্বাস করা যাচ্ছে না। সতর্কভাবে চলতে হচ্ছে। সুতরাং, নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক প্রস্তুতি জানাতে দিতে নারাজ দলের নেতারা। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের চার-পাঁচজন নেতার মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে নির্বাচনের ব্যাপারে ঠিক কি ধরনের রাজনৈতিক প্রস্তুতি রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের, সে ব্যাপারেও কিছু খোলাসা করছেন না ফ্রন্ট নেতারা। ফ্রন্ট সংশ্লিষ্টরা বলছেন, একবার জোট প্রধান ড. কামাল হোসেন বলছেন, নির্বাচন বা ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। আবার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সরকারের ওপর নানা ধরনের চাপ অব্যাহত রেখেছে। গতকালও জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু নির্বাচন সবাই চায়। জনগণ হাত তুলে রায় দিয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য বা উপেক্ষা করলে, যে শাস্তি আপনারা পাবেন তা কল্পনাও করতে পারবেন না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রস্তুতি

আপলোড টাইম : ১১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮

কৌশল নিয়ে রাখঢাক
ডেস্ক রিপোর্ট: চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের যে সাংবিধানিক বাধ্যবাধকতা, তার নির্বাচনী ক্ষণ-গণনা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার ৩০ অক্টোবর থেকে। কারণ ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। ৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। মধ্য ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে আনুষঙ্গিক প্রস্তুতিও প্রায় চূড়ান্ত সরকার ও ইসির। ফলে সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর ওপর। আগ্রহ দলগুলোর রাজনৈতিক প্রস্তুতির দিকে।
এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো মুখে নির্বাচনী নানা রাজনৈতিক প্রস্তুতির কথা বলছে। গোপনে আনুষঙ্গিক প্রস্তুতি চূড়ান্ত করার কথাও শোনা যাচ্ছে। কিন্তু ঠিক কোন কৌশলে ও কী ধরনের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে দলগুলো, তা অস্পষ্টই থেকে যাচ্ছে। বিশেষ করে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কৌশল ও প্রস্তুতি কী, তা জানা যাচ্ছে না। এক ধরনের অস্পষ্টতা রয়েছে জোটগত নির্বাচনী রাজনৈতিক প্রস্তুতির ক্ষেত্রেও। এর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহের উদ্রেক করেছে সম্প্রতি মাঠে নামা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নির্বাচনের ব্যাপারে এই দুই জোট শেষ পর্যন্ত কি ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়, তা স্পষ্ট করে বলতে পারছে না কেউই। পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটও ঠিক কোন কৌশল নিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে, বোঝা যাচ্ছে না তাও। এ ছাড়া ভোটে কারা মিত্র হিসেবে থাকবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি রাজনৈতিক দল ও জোটগুলো। সম্ভাব্য মিত্রদের কেউ কেউ আবার বিরোধী রাজনৈতিক জোটের গতিবিধি দেখে এবং পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান প্রকাশ করতে চায়।
রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা জানান, রাজনীতির উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দলগুলো নির্বাচনী কৌশলের ক্ষেত্রে এক ধরনের গোপনতা রক্ষা করছে। এ বছরের শুরু এবং মাঝামাঝিতেও এক ধরনের স্পষ্টতা লক্ষ করা গেলেও সম্প্রতি সেখানে বিশ্বাস-অবিশ্বাস বেড়েছে। নির্বাচনী রাজনীতির প্রশ্নে কেউ কাউকে আর আস্থায় নিতে পারছে না। বিশেষ করে বিএনপিকে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ও জোটটির রাজনীতির মাঠে নামার পর থেকেই নির্বাচনী রাজনৈতিক প্রস্তুতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অস্পষ্টতা বেড়েছে। এখন আর কোনো দলই তার কৌশলের কথা প্রচার করতে নারাজ। কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে, ঠিক কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে যাচ্ছে দলগুলো, তা নীতি নির্ধারকদের কয়েকজন ছাড়া দলের আর কাউকেই জানতে দেওয়া হচ্ছে না। ফলে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী রাজনীতি মোকাবিলায় প্রণীত কৌশল নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনীতিতে।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী কৌশল প্রত্যেক দলের স্বতন্ত্র ব্যাপার। সেটা প্রকাশ হোক তা কেউই চায় না। তবে ক্ষমতাসীন দল হিসেবে আমরা বলতে পারি যে, সরকার অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন করতে চায়। প্রধানমন্ত্রী ও আমাদের দলের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এবার নির্বাচন করা হবে। কেউ ঠেকাতে পারবে না। সুতরাং, সময়মতো নির্বাচন হবে, এ নিয়ে আর কোনো দ্বিধা নেই। নির্বাচনকে ঘিরে যেসব অমীমাংসিত ইস্যু, সেগুলোর সমাধান কীভাবে হবে- জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোনো কিছুই অমীমাংসিত নয়। সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে। ওই সময়ের সরকার কমিশনকে নির্বাচনে সহযোগিতা করবে মাত্র। সুতরাং, সংবিধানের মধ্যে থেকেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। সেখানে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ‘তবে কেউ যদি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে, তাদের প্রতিহত করা হবে’- উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, কোনো ষড়যন্ত্রের কাছেই আওয়ামী লীগ মাথা নত করবে না। সময়মতো নির্বাচন হবে। যারা সংশয়ে রয়েছে নির্বাচন নিয়ে, শেষপর্যন্ত তাদেরও নির্বাচনে অংশ নিতে হবে। সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে।
তবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির লক্ষ্য নির্বাচন। আর সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই আন্দোলন। কিন্তু সরকার আমাদের সভা-সমাবেশ আটকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। আমরাও ধৈর্যের পরীক্ষায় আছি। সময়মতো সব কিছুর জবাব দেওয়া হবে।
আর জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধান প্রণেতা হিসেবে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ আরো সহজতর হবে বলে মনে করি। গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম উপাদান হচ্ছে সহনশীলতা, যেটি গত কয়েক বছরে বিএনপি প্রচুর পরিমাণে দেখিয়েছে। এখন সরকারি দলকেও এই চর্চার প্রমাণ দিতে হবে, নতুবা রাজনীতিতে সহিংসতা দেখা দেবে। এখানে কৌশলের কিছু নেই। আমরা এ কথাগুলোই বলতে চাই। বাস্তবায়ন করতে চাই।
আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক দলের সূত্রগুলো বলছে, সরকার ও ক্ষমতাসীনদের কাছে বেশকিছু বিষয় এখনো অস্পষ্ট। এর মধ্যে বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে অংশ নেবে কি না এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মিশে নির্বাচনী দাবি আদায়ে আন্দোলন কোন পর্যায়ে নিতে পারে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী, নির্বাচনী রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে। তবে সরকার ও আওয়ামী লীগ এই মুহূর্তে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিসহ সরকারবিরোধীদের ওপর সতর্ক নজর রাখছে। নির্বাচন প্রশ্নে ঠিক কোন ধরনের কৌশল নেবে ক্ষমতাসীনরা এবং এখনই বা কোন কৌশলে এগোবে, তা প্রকাশ করতে চাইছে না। কারণ বিরোধীদের এক ধরনের চাপে রাখতে চায় ক্ষমতাসীনরা।
সূত্রগুলো আরো বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সবকিছু স্পষ্ট হতে পারে। এ জন্য মধ্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দল ও এইচ এম এরশাদের জাতীয় পার্টি ছাড়াও এক ডজনের বেশি দল ও জোটের সঙ্গে নির্বাচনী ঐক্য করার আলোচনা চলছে। ওই দলগুলো ভেতরে ভেতরে নিজেদের চাহিদা বলছে, দরকষাকষি করছে, আশ্বাস দিয়েছে। কিন্তু এখনই প্রকাশ্যে ঘোষণা দিতে চাইছে না। এ জন্য রাজনৈতিক কৌশল চূড়ান্ত করতে পারছে না সরকারি জোট। বিশেষ করে বিএনপির ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক প্রস্তুতির ওপর নির্ভর করছে ক্ষমতাসীনদের নির্বাচনী কৌশল- জানান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তাদের মতে, এসব কারণে ঘোষণা দিয়েও নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া অনেকটা আটকে আছে। এর আগে অক্টোবরের তৃতীয় সপ্তাহে মন্ত্রিসভার সদস্যসংখ্যা কমিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের ভাবনা ছিল সরকারের। কিন্তু এখন ঠিক কবে নাগাদ ও কী ধরনের নির্বাচনকালীন সরকার গঠন হবে, তা পরিষ্কার করছে না আওয়ামী লীগ। বিশেষ করে সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের যে দাবি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের, সেক্ষেত্রে তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েই নির্বাচনকালীন সরকারে যেতে চায় সরকার।
আবার নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক ধরনের রাখঢাক করছে নির্বাচন কমিশনও। সংবিধান অনুযায়ী, সংসদ না ভাঙলে ৩১ অক্টোবর থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সে অনুযায়ী, গতকাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ‘৩০ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা বা কাউন্ট ডাউন শুরু হবে’ বলে জানালেও ঠিক কবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে এবং কবে ভোটগ্রহণ, সে ব্যাপারে কিছু জানাননি। তিনি বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে নির্বাচন কমিশন (ইসি) অনুমোদন করলে নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা সম্ভব হতে পারে। তবে ইসি সূত্রগুলো জানায়, নির্বাচনের কারিগরি প্রস্তুতি ৮০ ভাগ শেষ হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম ইসি হাতে পাবে। কিন্তু নির্বাচনে ইভি? এম ব্যবহার, সেনা মোতায়েনসহ রাজনৈতিকভাবে আলোচিত ইস্যুগুলোর ব্যাপারে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। এর বাইরে নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসির সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো নিয়েও তারা নিশ্চুপ।
অন্যদিকে, নানা ধরনের চাপ ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মুখে এখন বিএনপি। তা সত্ত্বেও দলটি উদ্ভূত যেকোনো পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার কৌশল নিয়েছে বলে জানান দলের নীতিনির্ধারকরা। তাদের মতে, দলের লক্ষ্য একটাই নির্বাচনে অংশগ্রহণ। সে কারণে অন্য কোনো ইস্যুতে নতুন করে বিপদে পড়ে এমন কোনো কর্মসূচি বা আন্দোলনে যাবে না দলটি। তবে এসব ব্যাপারে প্রতিপক্ষকে বুঝতে দিতেও নারাজ দলের নীতিনির্ধারকরা।
দলের নীতিনির্ধারকরা জানান, দলের কৌশল হলো আন্দোলন হবে নির্বাচনকেন্দ্রিক। তবে কী ধরনের কৌশল তা প্রকাশ করা হবে না। কারণ শুধু প্রতিপক্ষই নয়, দলের ভেতর-বাইরে এবং এখন দুটি জোট হওয়ায় নানা ধরনের অসুবিধার মধ্যে আছে দলটি। ঠিক কাউকে সেইভাবে বিশ্বাস করা যাচ্ছে না। সতর্কভাবে চলতে হচ্ছে। সুতরাং, নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক প্রস্তুতি জানাতে দিতে নারাজ দলের নেতারা। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের চার-পাঁচজন নেতার মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে নির্বাচনের ব্যাপারে ঠিক কি ধরনের রাজনৈতিক প্রস্তুতি রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের, সে ব্যাপারেও কিছু খোলাসা করছেন না ফ্রন্ট নেতারা। ফ্রন্ট সংশ্লিষ্টরা বলছেন, একবার জোট প্রধান ড. কামাল হোসেন বলছেন, নির্বাচন বা ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। আবার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সরকারের ওপর নানা ধরনের চাপ অব্যাহত রেখেছে। গতকালও জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, সুষ্ঠু নির্বাচন সবাই চায়। জনগণ হাত তুলে রায় দিয়েছে সুষ্ঠু নির্বাচনের পক্ষে। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য বা উপেক্ষা করলে, যে শাস্তি আপনারা পাবেন তা কল্পনাও করতে পারবেন না।