ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যেসব রেকর্ড ‘অমর’ রাখবে ধোনিকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • / ১৪০ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল খেলোয়াড় রয়েছে অনেক। কিন্তু ব্যক্তিগত ও দলীয় সাফল্য একসঙ্গে পেয়েছেন, এমন ক্রিকেটার হাতেগোনা কয়েকজনই। ভারতের মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে তাদের একজন। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বলেছেন ৩৯ বছর বয়সী ধোনি। তবে কিছু রেকর্ড ‘অমর’ রাখবে ধোনিকে- ১. একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির বড় তিনটি ইভেন্ট জিতেছেন ধোনি। ২০০৭ টি- টোয়েন্টি বিশ^কাপ, ২০১১ ওয়ানডে বিশ^কাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। ২. ওয়ানডেতে ধোনির ব্যাটিং গড় ৫০.৫৭। দশ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে শুধু বিরাট কোহলির ব্যাটিং গড় ধোনির উপরে। ৩. ওয়ানডেতে সফল রান তাড়ায় ৪৭ বার অপরাজিত থেকেছেন ধোনি। কেউ তার ধারে কাছেও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বার অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। দুবার অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেনি ধোনি। ২০১৩তে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ও গত বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে। ৪. ওয়ানডেতে সর্বাধিক ৯ বার ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন ধোনি। এর মধ্যে ২০১১ বিশ^কাপের ফাইনালও রয়েছে। ৫. ওয়ানডেতে ২২৯ ছক্কা হাঁকিয়েছেন ধোনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধোনির চেয়ে বেশি ছক্কা রয়েছে কেবল রোহিত শর্মা। আর অলটাইম লিস্টে ধোনি রয়েছেন পঞ্চম স্থানে। ৬. পাঁচ নম্বর কিংবা তার চেয়ে নিচে নেমে যৌথভাবে সর্বাধিক ৭টি সেঞ্চুরি রয়েছে ধোনির (তার সঙ্গে রয়েছেন যুবরাজ সিং ও ইংল্যান্ডের জস বাটলার)। ৭. আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। যা অধিনায়ক হিসেবে সর্বাধিক। সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক ১৫১ জয় ধোনির রেকর্ডে। ১৭২ জয় নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৮. অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ধোনির ব্যাটিং গড় ৫৩.৫৫। পাঁচ হাজার রান করেছেন এমন অধিনায়কদের মধ্যে ধোনির চেয়ে বেশি গড় কেবল কোহলির। ৯. অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ^কাপে মাত্র ২ ম্যাচ হেরেছেন ধোনি, জিতেছেন ১৪টি। রিকি পন্টিং ২৬ জয়, ২ হার এবং ক্লাইভ লয়েড ১৫ জয় ও ২ হার দেখেন। টি-টোয়েন্টি বিশ^কাপে ২০ জয়ের বিপরীতে ধোনি হেরেছেন ১১ ম্যাচ। ১০. ওয়ানডেতে তৃতীয় সর্বাধিক ডিসমিসাল ধোনির (৪৪৪)। এর মধ্যে স্টাম্পিং ১২৩টি। আর কোনো উইকেটরক্ষকের ১০০ স্টাম্পিংও নেই। টি-টোয়েন্টিতে ধোনির ৯১ ডিসমিসালের মধ্যে স্টাম্পিং ৩৪টি, যা এ ফরম্যাটেও সর্বাধিক স্টাম্পিংয়ের রেকর্ড। ১১. উইকেটরক্ষক হিসেবে ৬৬৪১ রান করেছেন ধোনি। উইকেট সামলে এত রান করতে পারেননি আর কোনো ক্রিকেটার। একই সঙ্গে নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন ২০০ ম্যাচে। আর কোনো দলের উইকেটরক্ষকের ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়ারও নজির নেই। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৪৫ ম্যাচে করেছেন ১৭৫৬ রান ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যেসব রেকর্ড ‘অমর’ রাখবে ধোনিকে

আপলোড টাইম : ০৯:০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

খেলাধুলা প্রতিবেদন:
ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল খেলোয়াড় রয়েছে অনেক। কিন্তু ব্যক্তিগত ও দলীয় সাফল্য একসঙ্গে পেয়েছেন, এমন ক্রিকেটার হাতেগোনা কয়েকজনই। ভারতের মহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে তাদের একজন। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বলেছেন ৩৯ বছর বয়সী ধোনি। তবে কিছু রেকর্ড ‘অমর’ রাখবে ধোনিকে- ১. একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির বড় তিনটি ইভেন্ট জিতেছেন ধোনি। ২০০৭ টি- টোয়েন্টি বিশ^কাপ, ২০১১ ওয়ানডে বিশ^কাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। ২. ওয়ানডেতে ধোনির ব্যাটিং গড় ৫০.৫৭। দশ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে শুধু বিরাট কোহলির ব্যাটিং গড় ধোনির উপরে। ৩. ওয়ানডেতে সফল রান তাড়ায় ৪৭ বার অপরাজিত থেকেছেন ধোনি। কেউ তার ধারে কাছেও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বার অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। দুবার অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেনি ধোনি। ২০১৩তে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ও গত বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে। ৪. ওয়ানডেতে সর্বাধিক ৯ বার ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন ধোনি। এর মধ্যে ২০১১ বিশ^কাপের ফাইনালও রয়েছে। ৫. ওয়ানডেতে ২২৯ ছক্কা হাঁকিয়েছেন ধোনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধোনির চেয়ে বেশি ছক্কা রয়েছে কেবল রোহিত শর্মা। আর অলটাইম লিস্টে ধোনি রয়েছেন পঞ্চম স্থানে। ৬. পাঁচ নম্বর কিংবা তার চেয়ে নিচে নেমে যৌথভাবে সর্বাধিক ৭টি সেঞ্চুরি রয়েছে ধোনির (তার সঙ্গে রয়েছেন যুবরাজ সিং ও ইংল্যান্ডের জস বাটলার)। ৭. আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। যা অধিনায়ক হিসেবে সর্বাধিক। সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বাধিক ১৫১ জয় ধোনির রেকর্ডে। ১৭২ জয় নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৮. অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ধোনির ব্যাটিং গড় ৫৩.৫৫। পাঁচ হাজার রান করেছেন এমন অধিনায়কদের মধ্যে ধোনির চেয়ে বেশি গড় কেবল কোহলির। ৯. অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ^কাপে মাত্র ২ ম্যাচ হেরেছেন ধোনি, জিতেছেন ১৪টি। রিকি পন্টিং ২৬ জয়, ২ হার এবং ক্লাইভ লয়েড ১৫ জয় ও ২ হার দেখেন। টি-টোয়েন্টি বিশ^কাপে ২০ জয়ের বিপরীতে ধোনি হেরেছেন ১১ ম্যাচ। ১০. ওয়ানডেতে তৃতীয় সর্বাধিক ডিসমিসাল ধোনির (৪৪৪)। এর মধ্যে স্টাম্পিং ১২৩টি। আর কোনো উইকেটরক্ষকের ১০০ স্টাম্পিংও নেই। টি-টোয়েন্টিতে ধোনির ৯১ ডিসমিসালের মধ্যে স্টাম্পিং ৩৪টি, যা এ ফরম্যাটেও সর্বাধিক স্টাম্পিংয়ের রেকর্ড। ১১. উইকেটরক্ষক হিসেবে ৬৬৪১ রান করেছেন ধোনি। উইকেট সামলে এত রান করতে পারেননি আর কোনো ক্রিকেটার। একই সঙ্গে নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন ২০০ ম্যাচে। আর কোনো দলের উইকেটরক্ষকের ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়ারও নজির নেই। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৪৫ ম্যাচে করেছেন ১৭৫৬ রান ।