ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যেভাবে সালমানের ‘রেস থ্রি’কে পেছনে ফেলেছে সারার ‘কুলি নম্বর ওয়ান’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / ১১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘কুলি নম্বর ওয়ান’। ১৯৯৫ সালের মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। এ বছর ছবিটির রিমেক করেছেন ডেভিড ধাওয়ান। গোবিন্দের চরিত্রে নিয়েছেন নিজের ছেলে বরুনকে। কারিশমার চরিত্রে নিয়েছেন আরেক তারকা সন্তান সারা আলী খানকে। দর্শকদের অভিযোগ, ছবিতে দুজনেই অতি অভিনয় করেছেন। আইএমডিবি রেটিংয়ে সবচেয়ে নিচের দিকে জায়গা হয়েছে এ ছবির। এক্ষেত্রে বরুন-সারার ছবি ভেঙে দিয়েছে ‘রেস থ্রি’র রেকর্ড। সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস থ্রি’ ছবির রেটিং ১.৯। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকের রেটিং আরও কম, ১.৪। সবচেয়ে কম রেটিং পাওয়া ছবিগুলোর তালিকায় জায়গা হয়েছে এটির। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকে গোবিন্দ ও কারিশমার মতো গুণী অভিনয়শিল্পীর চরিত্রে বরুণ ও সারাকে অনেকেই মেনে নিতে পারেননি। তাদের অভিনয় নিয়েও চলছে সমালোচনা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যেভাবে সালমানের ‘রেস থ্রি’কে পেছনে ফেলেছে সারার ‘কুলি নম্বর ওয়ান’

আপলোড টাইম : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি ‘কুলি নম্বর ওয়ান’। ১৯৯৫ সালের মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। এ বছর ছবিটির রিমেক করেছেন ডেভিড ধাওয়ান। গোবিন্দের চরিত্রে নিয়েছেন নিজের ছেলে বরুনকে। কারিশমার চরিত্রে নিয়েছেন আরেক তারকা সন্তান সারা আলী খানকে। দর্শকদের অভিযোগ, ছবিতে দুজনেই অতি অভিনয় করেছেন। আইএমডিবি রেটিংয়ে সবচেয়ে নিচের দিকে জায়গা হয়েছে এ ছবির। এক্ষেত্রে বরুন-সারার ছবি ভেঙে দিয়েছে ‘রেস থ্রি’র রেকর্ড। সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস থ্রি’ ছবির রেটিং ১.৯। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকের রেটিং আরও কম, ১.৪। সবচেয়ে কম রেটিং পাওয়া ছবিগুলোর তালিকায় জায়গা হয়েছে এটির। ‘কুলি নম্বর ওয়ান’ ছবির রিমেকে গোবিন্দ ও কারিশমার মতো গুণী অভিনয়শিল্পীর চরিত্রে বরুণ ও সারাকে অনেকেই মেনে নিতে পারেননি। তাদের অভিনয় নিয়েও চলছে সমালোচনা।