ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যুবককে কুপিয়ে জখম : রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ৩০২ বার পড়া হয়েছে

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায়
নিজস্ব প্রতিবেদক/ কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিরোজ (২৩) নামের এক যুবককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন। আহত ফিরোজ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার কাওছারের ছেলে।
আহত ফিরোজ বলেন, কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়া তারিখের কাছে বাঘাডাঙ্গার লিখন কিছু টাকা পাই। লিখন ঢাকায় থাকার সুবাদে ফিরোজকে টাকাটা নিতে তারিখের কাছে পাঠায়। এতে তারিখ ও ফিরোজের মধ্য কথাকাটা কাটি হয়। পরে তারিখ একই এলাকার লাবু ও তার ছেলে রাইহানকে ডেকে এনে একটি চাইনিজ কুড়ুল দিয়ে ফিরোজের পিঠে কোপ মারে। এতে ফিরোজ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান বলেন, ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। তার পিঠে অনেক গভীরভাবে কোপ মারা হয়েছে। তার পিঠের হাড় কেটে লান্স পর্যন্ত গভীর হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ রিপোট লেখা পর্যন্ত ফিরোজের পরিবারের পক্ষ থেকে রাজশাহী নেয়ার প্রক্রিয়া চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যুবককে কুপিয়ে জখম : রেফার্ড

আপলোড টাইম : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পাওনা টাকা চাওয়ায়
নিজস্ব প্রতিবেদক/ কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফিরোজ (২৩) নামের এক যুবককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন। আহত ফিরোজ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার কাওছারের ছেলে।
আহত ফিরোজ বলেন, কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়া তারিখের কাছে বাঘাডাঙ্গার লিখন কিছু টাকা পাই। লিখন ঢাকায় থাকার সুবাদে ফিরোজকে টাকাটা নিতে তারিখের কাছে পাঠায়। এতে তারিখ ও ফিরোজের মধ্য কথাকাটা কাটি হয়। পরে তারিখ একই এলাকার লাবু ও তার ছেলে রাইহানকে ডেকে এনে একটি চাইনিজ কুড়ুল দিয়ে ফিরোজের পিঠে কোপ মারে। এতে ফিরোজ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান বলেন, ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। তার পিঠে অনেক গভীরভাবে কোপ মারা হয়েছে। তার পিঠের হাড় কেটে লান্স পর্যন্ত গভীর হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ রিপোট লেখা পর্যন্ত ফিরোজের পরিবারের পক্ষ থেকে রাজশাহী নেয়ার প্রক্রিয়া চলছিল।