ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র আমন্ত্রণে ভারতের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

বাংলা ভাষার কবিদ্বয় চুয়াডাঙ্গায় : সম্বর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক: যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র আমন্ত্রণে ভারতের বাংলা ভাষার কবি মানিক প-িত, ভাষ্কর পাল ও সঙ্গীত বিশারদ অমল কান্তি চক্রবর্তীর চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজাহান চত্বরস্থ যুগসন্ধির অস্থায়ী কার্যালয়ে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও কবি অমিতাভ মীরের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে দুই বাংলার বাংলা ভাষার কবি সাহিত্যিকবৃন্দের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের এ মহতি আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন মানিক প-িত, অমল কান্তি চক্রবর্তী, কবি ভাষ্কর পাল, দ্রোহের কবি অমিতাভ মীর, নজমুল হেলাল, গোলাম কবির মুকুল, আব্বাস উদ্দীন, অধ্যাপক শেখ সেলিম, আবু বকর, নাজিম উদ্দিন, আবুল কাসেম।
সভার সভাপতি যুগসন্ধির মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্ত কিংবা কাঁটাতারের বেড়া কখনও মানুষের মনকে ভাগ করতে পারেনি। একই ভাষায় যখন মানুষ কথা বলে এবং সেই ভাষা হয় যখন বাংলা, তখন মাতৃভাষার টানে একে অপরের পরমাত্মীয় হয়ে যায়। পশ্চিম বাংলার সাহিত্য ও সংস্কৃতিসেবী বন্ধুদের এই মিলনমেলা কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে প্রাণের বন্ধনকেই সুদৃঢ় করেছে।
এরপর পশ্চিমবঙ্গের কবিদ্বয় কবি অমিতাভ মীর ও নজমুল হেলালকে সাথে নিয়ে দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের আমন্ত্রণে দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে এক প্রীতি আলোচনায় অংশগ্রহন করেন। সেখান থেকে দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও কাজী হায়দার স্বর্ণপদকপ্রাপ্ত ছড়াকার ছড়া স¤্রাট আহাদ আলী মোল্লার আমন্ত্রণে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে পরিদর্শন করেন এবং প্রীতি আলোচনায় অংশগ্রহণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র আমন্ত্রণে ভারতের

আপলোড টাইম : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

বাংলা ভাষার কবিদ্বয় চুয়াডাঙ্গায় : সম্বর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক: যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র আমন্ত্রণে ভারতের বাংলা ভাষার কবি মানিক প-িত, ভাষ্কর পাল ও সঙ্গীত বিশারদ অমল কান্তি চক্রবর্তীর চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজাহান চত্বরস্থ যুগসন্ধির অস্থায়ী কার্যালয়ে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি’র মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও কবি অমিতাভ মীরের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে দুই বাংলার বাংলা ভাষার কবি সাহিত্যিকবৃন্দের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের এ মহতি আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন মানিক প-িত, অমল কান্তি চক্রবর্তী, কবি ভাষ্কর পাল, দ্রোহের কবি অমিতাভ মীর, নজমুল হেলাল, গোলাম কবির মুকুল, আব্বাস উদ্দীন, অধ্যাপক শেখ সেলিম, আবু বকর, নাজিম উদ্দিন, আবুল কাসেম।
সভার সভাপতি যুগসন্ধির মহাপরিচালক মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্ত কিংবা কাঁটাতারের বেড়া কখনও মানুষের মনকে ভাগ করতে পারেনি। একই ভাষায় যখন মানুষ কথা বলে এবং সেই ভাষা হয় যখন বাংলা, তখন মাতৃভাষার টানে একে অপরের পরমাত্মীয় হয়ে যায়। পশ্চিম বাংলার সাহিত্য ও সংস্কৃতিসেবী বন্ধুদের এই মিলনমেলা কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে প্রাণের বন্ধনকেই সুদৃঢ় করেছে।
এরপর পশ্চিমবঙ্গের কবিদ্বয় কবি অমিতাভ মীর ও নজমুল হেলালকে সাথে নিয়ে দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের আমন্ত্রণে দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে এক প্রীতি আলোচনায় অংশগ্রহন করেন। সেখান থেকে দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ও কাজী হায়দার স্বর্ণপদকপ্রাপ্ত ছড়াকার ছড়া স¤্রাট আহাদ আলী মোল্লার আমন্ত্রণে দৈনিক মাথাভাঙ্গা কার্যালয়ে পরিদর্শন করেন এবং প্রীতি আলোচনায় অংশগ্রহণ করেন।