ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যা আয়, তা থেকে সঞ্চয় করে তারপর ব্যয় করুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • / ২৪৪ বার পড়া হয়েছে

smart

চুয়াডাঙ্গায় দৈনিক সঞ্চয় সমিতির বার্ষিক অনুষ্ঠানে নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সঞ্চয় সমিতি, স্টুডেন্ট টেইলার্স চুয়াডাঙ্গার ১৪তম বার্ষিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির অন্যতম সমন্বয়ক হেদায়েত উল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক স্বপন সবাইকে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ছোট থেকে দেখে আসছি সঞ্চয়ের সঙ্গে নারীদের সম্পর্কটায় বেশি। তাঁরা সঞ্চয়ী হওয়ায় পরিবারে সংকট দেখা দিলে তাঁদেরই উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়া যায়। মহানবী (সা.) বলেছেন, “তুমি যদি তোমার আয়ের একটি অংশ সঞ্চয় কর, তবে ভবিষ্যতে কারো কাছে হাত পাততে হবে না।” আগে বলা হত আয়-ব্যয়, তারপর সঞ্চয় করুন। এখন এসে দাঁড়িয়েছে আয়, সঞ্চয় এবং ব্যয়। আপনি যা আয় করবেন, তার থেকে সঞ্চয়ের জন্য একটি অংশ রেখে তারপরে ব্যয়ের পরিকল্পনা করলে আপনার ভবিষ্যতটা সুন্দর হবে। সঞ্চয়ের অপর নাম ভবিষ্যৎ। তাই আপনাদের পরিবারের যে আয়, সেই আয়ের ২০ শতাংশ সঞ্চয় করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সেকেন্ড অফিসার উজ্জ্বল কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম শাহজাহান মুকুল ও দৈনিক আকাশ খবরের বার্তা সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য সেলিমুল হাবিব সেলিম।
আলোচনা সভা সমিতির নিয়মিত সদস্যের উপস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সৌজন্যে মজার মজার খেলাধুলা, র‌্যাফেল ড্র ও আনন্দ উৎসব করা হয়। এতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সমিতির সদস্যদের বিগত এক বছর ধরে সঞ্চিত অর্থ বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে দৈনিক সঞ্চয় সমিতির কার্যক্রম চলে আসছে। এর নিয়মিত সদস্যরা প্রতিদিন একটি নির্দিষ্ট অর্থ জমা রাখেন এবং প্রতি বছরের ৩১ ডিসেম্বর আড়ম্বর আয়োজনে সঞ্চিত অর্থ গ্রহণ ও আনন্দ উল্লাস করে থাকেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যা আয়, তা থেকে সঞ্চয় করে তারপর ব্যয় করুন

আপলোড টাইম : ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০

চুয়াডাঙ্গায় দৈনিক সঞ্চয় সমিতির বার্ষিক অনুষ্ঠানে নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সঞ্চয় সমিতি, স্টুডেন্ট টেইলার্স চুয়াডাঙ্গার ১৪তম বার্ষিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির অন্যতম সমন্বয়ক হেদায়েত উল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক স্বপন সবাইকে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ছোট থেকে দেখে আসছি সঞ্চয়ের সঙ্গে নারীদের সম্পর্কটায় বেশি। তাঁরা সঞ্চয়ী হওয়ায় পরিবারে সংকট দেখা দিলে তাঁদেরই উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়া যায়। মহানবী (সা.) বলেছেন, “তুমি যদি তোমার আয়ের একটি অংশ সঞ্চয় কর, তবে ভবিষ্যতে কারো কাছে হাত পাততে হবে না।” আগে বলা হত আয়-ব্যয়, তারপর সঞ্চয় করুন। এখন এসে দাঁড়িয়েছে আয়, সঞ্চয় এবং ব্যয়। আপনি যা আয় করবেন, তার থেকে সঞ্চয়ের জন্য একটি অংশ রেখে তারপরে ব্যয়ের পরিকল্পনা করলে আপনার ভবিষ্যতটা সুন্দর হবে। সঞ্চয়ের অপর নাম ভবিষ্যৎ। তাই আপনাদের পরিবারের যে আয়, সেই আয়ের ২০ শতাংশ সঞ্চয় করুন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সেকেন্ড অফিসার উজ্জ্বল কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম শাহজাহান মুকুল ও দৈনিক আকাশ খবরের বার্তা সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য সেলিমুল হাবিব সেলিম।
আলোচনা সভা সমিতির নিয়মিত সদস্যের উপস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সৌজন্যে মজার মজার খেলাধুলা, র‌্যাফেল ড্র ও আনন্দ উৎসব করা হয়। এতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সমিতির সদস্যদের বিগত এক বছর ধরে সঞ্চিত অর্থ বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে দৈনিক সঞ্চয় সমিতির কার্যক্রম চলে আসছে। এর নিয়মিত সদস্যরা প্রতিদিন একটি নির্দিষ্ট অর্থ জমা রাখেন এবং প্রতি বছরের ৩১ ডিসেম্বর আড়ম্বর আয়োজনে সঞ্চিত অর্থ গ্রহণ ও আনন্দ উল্লাস করে থাকেন।