ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যারা দেশের মঙ্গল চায় না, তারাই হিন্দুদের নিয়ে মিথ্যা রটায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • / ২০৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২য় জেলা সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য বাসুদেব ধর

পুনরায় সভাপতি পদে ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর।
আলোচনা সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীমতি দিপীকা রানী দোবে, পবিত্র বাইবেল পাঠ করেন জেমস নিমু মন্ডল এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরিদ উদ্দিন। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণসহ সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি সাংবাদিক বাসুদেব ধর তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত না হলেও মাঝেমধ্যে এ দেশে অপশক্তির পক্ষের কিছু ব্যক্তি তাদের জোর করে নির্যাতন করার চেষ্টা করে। যারা দেশের মঙ্গল চায় না, তারাই হিন্দুদের নিয়ে মিথ্যা রটায়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশের নাগরিক। আমাদেরকে পাকিস্তানি দোসররা কিছুই করতে পারবে না।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি স্বপ্না রানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র বিশ্বাস, দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক জেমস নিমু মন্ডল, জীবননগর উপজেলার সভাপতি রমেন বিশ্বাস, কুষ্টিয়া জেলার সভাপতি অ্যাড. সুধির কুমার শর্মা প্রমুখ। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে সভার দ্বিতীয় পর্বে জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার সিংহ রায়ের নাম পুনরায় ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করার জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যারা দেশের মঙ্গল চায় না, তারাই হিন্দুদের নিয়ে মিথ্যা রটায়

আপলোড টাইম : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০

চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২য় জেলা সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য বাসুদেব ধর

পুনরায় সভাপতি পদে ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক:
‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই স্লোগানে চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর।
আলোচনা সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীমতি দিপীকা রানী দোবে, পবিত্র বাইবেল পাঠ করেন জেমস নিমু মন্ডল এবং পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরিদ উদ্দিন। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণসহ সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি সাংবাদিক বাসুদেব ধর তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত না হলেও মাঝেমধ্যে এ দেশে অপশক্তির পক্ষের কিছু ব্যক্তি তাদের জোর করে নির্যাতন করার চেষ্টা করে। যারা দেশের মঙ্গল চায় না, তারাই হিন্দুদের নিয়ে মিথ্যা রটায়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশের নাগরিক। আমাদেরকে পাকিস্তানি দোসররা কিছুই করতে পারবে না।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি স্বপ্না রানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী নারায়ণ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র বিশ্বাস, দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক জেমস নিমু মন্ডল, জীবননগর উপজেলার সভাপতি রমেন বিশ্বাস, কুষ্টিয়া জেলার সভাপতি অ্যাড. সুধির কুমার শর্মা প্রমুখ। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে সভার দ্বিতীয় পর্বে জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার সিংহ রায়ের নাম পুনরায় ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করার জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।