ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যত্রতত্র আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • / ৩১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় ময়লা-আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। তবে পৌর চেয়ারম্যান কাজী আশরাফুল আজম বলেছেন, কর্মচারীরা আন্দোলনে রয়েছেন। চাকরি জাতীয়করণ না হওয়ায় তাঁরা সব সেবা বন্ধ করে দিয়েছেন। ফলে ময়লা পরিষ্কার করার কোনো লোকজন নেই।
সরেজমিনে দেখা গেছে, শৈলকুপার পাড়া-মহল্লায় ময়লার স্তূপ গড়ে উঠেছে। মাসের পর মাস দুর্গন্ধযুক্ত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই রয়েছে একটি ময়লা আবর্জনার স্তূপ। দেখে মনে হচ্ছে, মাসের পর মাস ময়লাগুলো সেখানে পড়ে আছে। সেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ বাতাসে মিশে মানুষের স্বাস্থ্যহানি ঘটছে। মশা-মাছির বংশ বিস্তার হচ্ছে। পথচারীদের মুখে রুমাল দিয়ে চলাচল করতে দেখা গেছে। পৌর নাগরিকেরা বলছেন, তাঁরা পৌরসভার কর ও ট্যাক্স পরিশোধ করেন, কিন্তু ভালো সেবা পাচ্ছেন না।
হাসপাতালপাড়ার বাসিন্দা আকমল হোসেন ও নাছির উদ্দীন অভিযোগ করেন, তাঁদের এলাকার ময়লা-আবর্জনা কয়েক মাস ধরে পরিষ্কার করা হচ্ছে না। উৎকট গন্ধে বাসাবাড়িতে বসবাস করা মুশকিল হয়ে পড়েছে। মাসের পর মাস পৌর কর্তৃপক্ষ ময়লা পরিষ্কার না করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
বিষয়টি নিয়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, ‘আগে আমাদের ময়লা ফেলা গাড়ি ছিল না। ভ্যানগাড়িতে ময়লা ফেলা হতো। এখন নতুন গাড়ি পেয়েছি, কিন্তু ড্রাইভার নেই। তা ছাড়া কর্মচারীরা সেবা বন্ধ করে দেওয়ায় ময়লা পরিষ্কার করা যাচ্ছে না।’ তবে তিনি মাসের পর মাস ময়লা পরিষ্কার না করা, পৌরবাসীর এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যত্রতত্র আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

আপলোড টাইম : ০৯:৫৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় ময়লা-আবর্জনার স্তূপ গড়ে উঠেছে। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। তবে পৌর চেয়ারম্যান কাজী আশরাফুল আজম বলেছেন, কর্মচারীরা আন্দোলনে রয়েছেন। চাকরি জাতীয়করণ না হওয়ায় তাঁরা সব সেবা বন্ধ করে দিয়েছেন। ফলে ময়লা পরিষ্কার করার কোনো লোকজন নেই।
সরেজমিনে দেখা গেছে, শৈলকুপার পাড়া-মহল্লায় ময়লার স্তূপ গড়ে উঠেছে। মাসের পর মাস দুর্গন্ধযুক্ত আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই রয়েছে একটি ময়লা আবর্জনার স্তূপ। দেখে মনে হচ্ছে, মাসের পর মাস ময়লাগুলো সেখানে পড়ে আছে। সেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ বাতাসে মিশে মানুষের স্বাস্থ্যহানি ঘটছে। মশা-মাছির বংশ বিস্তার হচ্ছে। পথচারীদের মুখে রুমাল দিয়ে চলাচল করতে দেখা গেছে। পৌর নাগরিকেরা বলছেন, তাঁরা পৌরসভার কর ও ট্যাক্স পরিশোধ করেন, কিন্তু ভালো সেবা পাচ্ছেন না।
হাসপাতালপাড়ার বাসিন্দা আকমল হোসেন ও নাছির উদ্দীন অভিযোগ করেন, তাঁদের এলাকার ময়লা-আবর্জনা কয়েক মাস ধরে পরিষ্কার করা হচ্ছে না। উৎকট গন্ধে বাসাবাড়িতে বসবাস করা মুশকিল হয়ে পড়েছে। মাসের পর মাস পৌর কর্তৃপক্ষ ময়লা পরিষ্কার না করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
বিষয়টি নিয়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, ‘আগে আমাদের ময়লা ফেলা গাড়ি ছিল না। ভ্যানগাড়িতে ময়লা ফেলা হতো। এখন নতুন গাড়ি পেয়েছি, কিন্তু ড্রাইভার নেই। তা ছাড়া কর্মচারীরা সেবা বন্ধ করে দেওয়ায় ময়লা পরিষ্কার করা যাচ্ছে না।’ তবে তিনি মাসের পর মাস ময়লা পরিষ্কার না করা, পৌরবাসীর এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।