ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যতটুকু জায়গা খালি আছে, সেখানেই গাছ লাগান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / ১৪০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
মুজিব শতবার্ষকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। এরই ধারাবহিকতায় গতকাল আলমডাঙ্গায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ, ডাকবাংলা ও থানা চত্বরে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে চলবে। বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনের পরে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা মঞ্চ চত্বরে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জেয়ার্দ্দার বলেন, ‘দেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা যুবলীগ চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘জীবন বাচাঁতে অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদের সেই অক্সিজেনের যোগান দেয়। সে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।’ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বাড়িসহ আশপাশের যতটুকু জায়গা খালি পড়ে আছে, সেখানে একটি করে গাছ লাগান। শুধু তাই না, আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন, তাঁদের পুকুরের ধারে ফাঁকা স্থানে ফলের গাছসহ বিভিন্ন গাছ লাগানোর উদ্যোগ নেন।’ এ সময় চুয়াডাঙ্গার করোনার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। তা না হলে আমরা করোনার ভয়াল থাবা থেকে রেহায় পাব না।’ করোনার সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলেন তিনি। পরে তিনি পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান মাসুদ, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী আজাদ সাজেদুল ইসলাম লাভলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল হক ডিটু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, যুবলীগ সদস্য নেছার আহমেদ প্রিন্স, মনিরুজ্জামান হিটু, সালাউদ্দিন সনি, সবুজ, চন্দন, সেলিম রেজা তপন, সিদ্দিক মাস্টার, পৌর যুবলীগের সদস্য আনিস, উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সভাপতি সম্পাদকবৃন্দ। পরে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান থানা প্রাঙ্গণে একটি বকুল ফুলগাছ রোপণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যতটুকু জায়গা খালি আছে, সেখানেই গাছ লাগান

আপলোড টাইম : ০৯:০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
মুজিব শতবার্ষকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। এরই ধারাবহিকতায় গতকাল আলমডাঙ্গায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ, ডাকবাংলা ও থানা চত্বরে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে চলবে। বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনের পরে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা মঞ্চ চত্বরে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জেয়ার্দ্দার বলেন, ‘দেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা যুবলীগ চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘জীবন বাচাঁতে অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদের সেই অক্সিজেনের যোগান দেয়। সে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।’ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বাড়িসহ আশপাশের যতটুকু জায়গা খালি পড়ে আছে, সেখানে একটি করে গাছ লাগান। শুধু তাই না, আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন, তাঁদের পুকুরের ধারে ফাঁকা স্থানে ফলের গাছসহ বিভিন্ন গাছ লাগানোর উদ্যোগ নেন।’ এ সময় চুয়াডাঙ্গার করোনার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিন দিন প্রকট আকার ধারণ করছে। আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। তা না হলে আমরা করোনার ভয়াল থাবা থেকে রেহায় পাব না।’ করোনার সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলেন তিনি। পরে তিনি পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান মাসুদ, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী আজাদ সাজেদুল ইসলাম লাভলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল হক ডিটু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, যুবলীগ সদস্য নেছার আহমেদ প্রিন্স, মনিরুজ্জামান হিটু, সালাউদ্দিন সনি, সবুজ, চন্দন, সেলিম রেজা তপন, সিদ্দিক মাস্টার, পৌর যুবলীগের সদস্য আনিস, উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সভাপতি সম্পাদকবৃন্দ। পরে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর ও পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান থানা প্রাঙ্গণে একটি বকুল ফুলগাছ রোপণ করেন।