ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ম্যালেরিয়া রোগ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
সমীকরণ প্রতিবেদন:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. তারিখ হাসান শাহিন, গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পরিতোষ কুমার ঘোষ, শিশু কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান মালিক খোকনসহ নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীসহ সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় ডা. আতাউর রহমান বলেন, ম্যালেরিয়া অত্যন্ত পুরনো একটি মশাবাহিত সংক্রামক রোগ। দুই ধরনের ম্যালেরিয়া হতে পারে মানবদেহে। স্ত্রী এনোফিলিস মশার কামড়ে ছড়ায় এই রোগ। ম্যালেরিয়া রোগে সাধারণত জ্বর হয়। ম্যালেরিয়া-প্রবণ এলাকায় কোন রোগীর জ্বর হলে এবং অন্য কোন রোগের লক্ষণ না থাকলে একে ম্যালেরিয়া বলেই সন্দেহ করা হয়। এই রোগের আরও লক্ষণগুলো হচ্ছে জ্বরের সঙ্গে রোগীর অজ্ঞান হওয়া, হঠাৎ করে অস্বাভাবিক বা অসংলগ্ন আচরণ করা, বারবার খিচুনী হওয়া, অত্যধিক দুর্বলতা, বারবার বমি হওয়া, শিশুর ক্ষেত্রে মায়ের দুধ বা অন্য কোন খাবার খেতে না পারা ইত্যাদি। রোগীর মধ্যে এই ধরনের এক বা একাধিক লক্ষণ থাকলে তার মারাত্মক ম্যালেরিয়া হয়েছে বলে ধরে নিতে হবে। দেশে মশার মাধ্যমে সংক্রমিত হয় এমন একাধিক রোগের প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গুজরের প্রকোপ বেশি। ম্যালেরিয়ার মতো একটি অত্যন্ত পুরনো রোগের বিরুদ্ধে অভিযান চলছে বলা যায় গত অর্ধ শতাব্দী ধরে। কিন্তু নির্মূল করা সম্ভব হচ্ছেনা এই রোগ। ম্যালেরিয়া রোগ নির্মূল করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোকাররম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ম্যালেরিয়া রোগ নির্মূল করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ম্যালেরিয়া রোগ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে

আপলোড টাইম : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
সমীকরণ প্রতিবেদন:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময়, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. তারিখ হাসান শাহিন, গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পরিতোষ কুমার ঘোষ, শিশু কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান মালিক খোকনসহ নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীসহ সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় ডা. আতাউর রহমান বলেন, ম্যালেরিয়া অত্যন্ত পুরনো একটি মশাবাহিত সংক্রামক রোগ। দুই ধরনের ম্যালেরিয়া হতে পারে মানবদেহে। স্ত্রী এনোফিলিস মশার কামড়ে ছড়ায় এই রোগ। ম্যালেরিয়া রোগে সাধারণত জ্বর হয়। ম্যালেরিয়া-প্রবণ এলাকায় কোন রোগীর জ্বর হলে এবং অন্য কোন রোগের লক্ষণ না থাকলে একে ম্যালেরিয়া বলেই সন্দেহ করা হয়। এই রোগের আরও লক্ষণগুলো হচ্ছে জ্বরের সঙ্গে রোগীর অজ্ঞান হওয়া, হঠাৎ করে অস্বাভাবিক বা অসংলগ্ন আচরণ করা, বারবার খিচুনী হওয়া, অত্যধিক দুর্বলতা, বারবার বমি হওয়া, শিশুর ক্ষেত্রে মায়ের দুধ বা অন্য কোন খাবার খেতে না পারা ইত্যাদি। রোগীর মধ্যে এই ধরনের এক বা একাধিক লক্ষণ থাকলে তার মারাত্মক ম্যালেরিয়া হয়েছে বলে ধরে নিতে হবে। দেশে মশার মাধ্যমে সংক্রমিত হয় এমন একাধিক রোগের প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গুজরের প্রকোপ বেশি। ম্যালেরিয়ার মতো একটি অত্যন্ত পুরনো রোগের বিরুদ্ধে অভিযান চলছে বলা যায় গত অর্ধ শতাব্দী ধরে। কিন্তু নির্মূল করা সম্ভব হচ্ছেনা এই রোগ। ম্যালেরিয়া রোগ নির্মূল করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ:
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোকাররম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ম্যালেরিয়া রোগ নির্মূল করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।